নয়ডা: এ সপ্তাহের শুরুতে বাড়ির মধ্যে ঢুকে ২৭ বছরের এক মহিলাকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল নয়ডা পুলিশ। ওই খুনের ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দুজন ভাড়াটে খুনি এবং অপর জন মৃত মহিলার শাশুড়ি। খুনের ঘটনার তিন দিনের মধ্যে রহস্যভেদ করেছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে, মৃত মহিলার শাশুড়ি তাঁকে খুনের জন্য খুনি ভাড়া করেছিলেন। ছেলের বিয়েতে খুশি না হওয়ার জন্যই অভিযুক্ত শাশুড়ি এই কাজ করেছেন বলে জানতে পেরেছে পুলিশ।
নয়ডার ব্রিজ বিহার এলাকায় থাকেন মৌসম কুমার। তাঁর স্ত্রী সোনিকে তাঁদের বাড়িতে ঢুকে ৫ সেপ্টেম্বর খুন করে দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। তারা মোটরসাইকেলে করে এসেছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পর মৌসম থানায় অভিযোগ করেন। এটি ছিল সোনির দ্বিতীয় বিয়ে। তাই মৌসম ভেবেছিলেন সোনির খুনের পিছনে প্রথম স্বামীর হাত থাকতে পারে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। ঘটনা নিয়ে সেন্ট্রায় নয়ডার ডেপুটি কমিশনার অব পুলিশ সুনীতি বলেছেন, “ঘটনার পরই সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে গিয়েছিলেন। তদন্ত শুরু করেন। এই মামলার নিষ্পত্তির জন্য পুলিশের চারটি দল তৈরি করা হয়েছিল। ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।”
নয়ডা পুলিশের ওই উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, এই খুনের মূলচক্রী সোনির শাশুড়ি গীতা দেবী। তিনি সচিন যাদব এবং উমেশ সিং নামে স্থানীয় দুই যুবককে এক লক্ষ টাকা দিয়েছিলেন তাঁর বউমাকে খুনের জন্য। ছেলের বিয়ে নিয়ে খুশি ছিলেন না গীতা দেবী। সে জন্যই খুন করান নিজের বউমাকে। সোনির প্রথম বিবাহ এবং প্রথম পক্ষের মেয়ে থাকার জন্যই তাঁর সঙ্গে ছেলের বিয়ে মানতে পারেননি গীতাদেবী। সে জন্যই খুনের পরিকল্পনা করেন তিনি।