Rajnath In Arunachal Pradesh: তাওয়াংয়ে ভারত-চিন সংঘাতের একমাস পরেই অরুণাচলে পা রাখছেন রাজনাথ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 03, 2023 | 9:31 AM

Rajnath In Arunachal Pradesh: মঙ্গলবার অরুণাচলে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এ দিন সেখানে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন।

Rajnath In Arunachal Pradesh: তাওয়াংয়ে ভারত-চিন সংঘাতের একমাস পরেই অরুণাচলে পা রাখছেন রাজনাথ
ছবি সৌজন্য়ে: PTI

Follow Us

ইটানগর: গত বছর ডিসেম্বরের প্রথম দিকে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang Sector) প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভারত ও চিনা সেনার মধ্যে সংঘর্ষ বাঁধে। তবে আপাতত এলএসি-তে উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে। এই আবহেই মঙ্গলবার অরুণাচলে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী (Union Defense Minister) রাজনাথ সিং (Rajnath Singh)। সেখানে কিছু উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

মঙ্গলবার অরুণাচলে সিয়াং জেলায় বোলেংয়ের কাছে সিয়োম সেতু উদ্বোধন করবেন রাজনাথ সিং। এছাড়াও বর্ডার রোড অর্গানাইজেশনের ২৭ টি প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। প্রসঙ্গত, সিয়ম নদীর উপর ১০০ মিটার লম্বা এই সিয়ম সেতু কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে দূরবর্তী অঞ্চলেও সেনা মোতায়েনের সুবিধা মিলবে এই সেতুর মাধ্যমে। ফলে সামরিক স্তরে কৌশলগত সুবিধা মিলবে ভারতীয় সেনাবাহিনীর। এদিকে বিআরও অরুণাচল প্রদেশে গত ৫ বছরে ৩,০৯৭ কিলোমিটার রাস্তা তৈরি করেছে। এর মধ্যে কিছু রাস্তাই উদ্বোধন করার কথা রাজনাথের।

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে লাল ফৌজ বাহিনী ও ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষ বাঁধে। জানা যায়, ডিসেম্বরের প্রথম দিকেই প্রায় ৩০০ জন পিএলএ জওয়ান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তারপর পিএলএ জওয়ান লাঠি উঁচিয়ে তেড়ে আসতেই তার যোগ্য জবাব দিয়ে নিজেদের দেশে পাঠিয়ে দেয় ভারতীয় সেনা। এই ঘটনায় সেইভাবে হতাহতের কোনও খবর মেলেনি। তবে দুই পক্ষেরই সেনারা অল্প আহত হয়েছেন। এই নিয়ে সংসদে বিবৃতি প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছিলেন, চিনা সেনা স্থিতাবস্থা ভেঙে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তবে ভারতীয় সেনা তাদের নিজেদের অবস্থানে ফিরে যেতে বাধ্য করেছিল। এই ঘটনার এক মাস ঘুরতেই অরুণাচলে যাচ্ছেন রাজনাথ।

Next Article