নয়া দিল্লি: আইআইটি গান্ধীনগর ( IIT Gandhinagar) হল সৃজনশীল শিক্ষার এক ঐন্দ্রজালিক জগৎ। আইআইটি গান্ধীনগরে গিয়ে সেখানকার শিক্ষাদান প্রক্রিয়া খতিয়ে দেখে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা ও কারিগরি উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। সামান্য খেলনার মধ্য দিয়ে বিশেষ সামগ্রী তৈরি করা, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলে বৈজ্ঞানিক চিন্তা-ভাবনার উন্মেষ ঘটানোর যে কৌশল আইআইটি গান্ধীনগর নিয়েছে, তার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
Centre For Creative Learning at IIT Gandhinagar is a magical world.
Taking joyous and experiential learning to a whole new level, It is nurturing inherent creativity, piquing curiosity and developing scientific temper among learners right from the foundational stages through… pic.twitter.com/EWXm2oF1Bi
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 16, 2023
আইআইটি গান্ধীনগরের শিক্ষাদান প্রক্রিয়া খতিয়ে দেখার পর সেখানকার ভূয়সী প্রশংসা করে টুইট করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। টুইটারে তিনি আইআইটি গান্ধীনগরকে ‘সৃজনশীল শিক্ষার ঐন্দ্রজালিক জগৎ’ তকমা দিয়ে লিখেছেন, সৃজনশীলতা ও অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষাকে আনন্দদায়ক করে তুলে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে গিয়েছে আইআইটি গান্ধীনগর। প্রাথমিক পর্যায় থেকেই খেলনা সহ সাধারণ সামগ্রী দিয়ে বিভিন্ন কার্যকলাপ, প্রদর্শনীর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহলের উন্মেষ ঘটিয়ে, অন্তর্নিহিত সৃজনশীলতাকে প্রতিপালিত করে তাঁদের মধ্যে বৈজ্ঞানিক মেজাজের বিকাশ ঘটাচ্ছে আইআইটি গান্ধীনগর। বিজ্ঞান শেখা এবং বোঝার জন্য সৃজনশীল শিল্পকে যেভাবে তুলে ধরছে এই আইআইটি, তা প্রশংসনীয় বলেও টুইটারে উল্লেখ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
কেন্দ্রীয় শিক্ষা ও কারিগরি উন্নয়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আইআইটি গান্ধীনগরে শিক্ষাদানের প্রক্রিয়া খতিয়ে দেখার পাশাপাশি সেখানকার শিক্ষক, ছাত্রদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের সুবিধা-অসুবিধারও খোঁজ-খবর নেন। শিক্ষার্থীদের সঙ্গে ছবিও তোলেন এবং সেই ছবি টুইটারে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
Sharing some more pictures! pic.twitter.com/B9b1XkxxTn
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 16, 2023