নয়া দিল্লি: স্বাধীনতার ৭৫ বছর কেটে গিয়েছে, এখনও কাশ্মীর ইস্যু নিয়ে বিরোধ মেটেনি ভারত ও পাকিস্তানের মধ্যে। বুধবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকেও উঠল কাশ্মীর ইস্যু। বুধবার রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে কাশ্মীর ইস্যু নিয়ে সরব হন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তার পাল্টা জবাব দেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সন্ত্রাসবাদ নিয়ে কার্যত পাকিস্তানের তুলোধনা করে তিনি বলেন, “যে দেশ আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেয় এবং প্রতিবেশী দেশের সংসদে আক্রমণ করে, তাদের রাষ্ট্রসঙ্ঘের ক্ষমতা নিয়ে বলার মতো বিশ্বাসযোগ্যতা নেই।”
বুধবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ছিল। বৈঠকের আলোচ্য বিষয় ছিল “আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা রক্ষা”। সেই বৈঠকেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “রাষ্ট্রসঙ্ঘের বিশ্বাসযোগ্যতা কঠিন পরিস্থিতিতে কীভাবে সাড়া দেওয়া হচ্ছে, তার উপরে নির্ভর করে, তা সে প্যান্ডেমিক বা জলবায়ু পরিবর্তন, সংঘর্ষ হোক কিংবা সন্ত্রাসবাদ।”
That certainly applies to state sponsorship of cross-terrorism. Nor can hosting Osama bin Laden & attacking a neighbouring parliament serve as credentials to sermonize before this council: EAM Dr S Jaishankar at UNSC pic.twitter.com/8I7IobgMt3
— ANI (@ANI) December 14, 2022
এই বৈঠকেই পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, “পাকিস্তান দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নিরাপত্তা পরিষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমাদের আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলির কার্যকর এবং শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে। রাষ্ট্রসঙ্ঘের সার্বজনীন ও ধারাবাহিক আনুগত্যের উপর ভিত্তি করে বহুপাক্ষিকতা হওয়া উচিত।”
Pakistan firmly believes that major security problems incl those in our region can be effectively&peacefully resolved through active involvement of Security Council. Multilateralism should be based on universal &consistent adherence of UN charter: Pak FM Bilawal Bhutto Zardari pic.twitter.com/EaSVqVaQ7T
— ANI (@ANI) December 14, 2022
পাক বিদেশমন্ত্রীর এই বক্তব্যেরই পাল্টা উত্তরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “আমরা স্পষ্টতই বহুপাক্ষিকতার সংস্কারের দিকে মনোনিবেশ করছি। স্বভাবতই আমাদের নিজস্ব মতামত থাকবে, তবে একটি ক্রমবর্ধমান অভিন্নতা বা এক-কেন্দ্রীকতার দিকে অগ্রসর হতে হবে, যা আর বিলম্বিত করা যাবে না। আমরা যেখানে সেরা সমাধানের খোঁজ করছি, সেখানে কোনও ধরনের সন্ত্রাসবাদের হুমকিকে আমরা সাধারণভাবে গ্রহণ করতে পারি না। বিশ্বের কাছে কী কী বিষয় গ্রহণযোগ্য নয়, সেই প্রশ্ন ওঠারই কথা নয়। যেখানে ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়া হয় বা প্রতিবেশী দেশের সংসদে হামলা চালানো হয়, তারা কোনওভাবেই এই কাউন্সিলে বলার অধিকার রাখে না।”
প্রসঙ্গত, ১৮ বছর আগে, ২০০৪ সালের ১৩ ডিসেম্বর পাকিস্তানের লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদ জঙ্গি দিল্লির সংসদে হামলা চালায়। এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছিল।