লখনউ: বিধানসভা নির্বাচনের পালা মিটেছে, এবার পাখির চোখ লোকসভা নির্বাচন। হাতে এখনও সময় রয়েছে দুই বছর। তবে এখন থেকেই ২৪-র নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। প্রত্যেকটি লোকসভা নির্বাচনেই উত্তর প্রদেশের বারাণসী আসন থেকে দাঁড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, শুধু মোদী নন, এবার যোগী রাজ্য থেকেই লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন, তাও জানিয়ে দিলেন উত্তর প্রদেশের কংগ্রেস নেতা অজয় রাই। বুধবার তিনি বলেন, নেহরু-গান্ধী পরিবারের পুরনো গড় আমেঠী থেকেই প্রার্থী হবেন রাহুল গান্ধী।
উত্তর প্রদেশের আঞ্চলিক কংগ্রেস প্রধান অজয় রাই বলেন, “গান্ধী-নেহরু পরিবারের সঙ্গে পুরনো সম্পর্ক রয়েছে আমেঠীর। কেউ এই বন্ধনকে দুর্বল করতে পারবে না। রাহুল গান্ধী আমেঠী থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দাঁড়াবেন। আমেঠীবাসীর কাছেও আমার আবেদন, রাহুল গান্ধীকে বিপুল ভোটে জয়ী করে সাংসদ হিসাবে দিল্লিতে পাঠান।”
রাহুল গান্ধী কোন কেন্দ্র থেকে প্রার্থী হবেন, তা নিয়ে উত্তর প্রদেশের কংগ্রেস নেতা জোর গলায় দাবি করলেও, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে এই বিষয় সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, কংগ্রেসের প্রাক্তন সভাপতি একাধিকবার আমেঠী আসন থেকে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। পরপর তিনবার জয়ীও হয়েছেন আমেঠী আসন থেকে দাঁড়িয়ে, তবে শেষ লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে তিনি হেরে যান। এরপর থেকেই জল্পনা ছিল, আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী অংশ নিলেও, তিনি আমেঠী নয়, অন্য কোনও কেন্দ্র থেকে প্রার্থী হবেন।
প্রসঙ্গত, শুধু রাহুল গান্ধীই নয়, কংগ্রেস নেতা রাজীব গান্ধী ও সনিয়া গান্ধীও অতীতে আমেঠী থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং জয়ী হয়েছেন।