Amit Shah: ‘সুপ্রিম কোর্টের রায় না পাওয়া অবধি…’, সীমানা বিবাদ নিয়ে ‘শাহি’ ফরমান মহারাষ্ট্র-কর্নাটকে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 15, 2022 | 8:03 AM

Maharashtra-karnataka Border Clash: বৈঠক শেষের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "বৈঠকে দুই রাজ্যই সম্মতি জানিয়েছে যে সুপ্রিম কোর্ট এই সীমানা বিবাদ নিয়ে রায় না দেওয়া অবধি কোনও রাজ্য সরকার নিজেদের অধিকার জানাবে না।"

Amit Shah: সুপ্রিম কোর্টের রায় না পাওয়া অবধি..., সীমানা বিবাদ নিয়ে শাহি ফরমান মহারাষ্ট্র-কর্নাটকে
অমিত শাহ। ফাইল ছবি

Follow Us

মুম্বই: সীমানা নিয়ে দুই রাজ্যের বিরোধ বেড়েই চলেছে। অবশেষে মধ্যস্থতা করতে নামতে হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই। গত বছর থেকে অসম-মিজোরাম যেমন সীমানা নিয়ে বিবাদ শুরু হয়েছিল, একইভাবে বিগত কয়েক মাস ধরে সীমানা বিরোধ নিয়ে উত্তাল মহারাষ্ট্র ও কর্নাটক। এবার এই দুই রাজ্য়ের বিরোধ মেটাতেও ময়দানে নামতে হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবারই তিনি মহারাষ্ট্র ও কর্নাটকের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও বাসবরাজ বোম্মাইয়ের সঙ্গে বৈঠক করেন। কয়েক দশক ধরে চলা এই সীমানা বিবাদ নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ না দেওয়া অবধি কোনও রাজ্য এই অংশে নিজের অধিকার জাহির করবে না, বুধবারের বৈঠকের পর এমনটাই জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

১৯৫৭ সাল থেকে মহারাষ্ট্র ও কর্নাটকের মধ্যে সীমানা নিয়ে বিবাদ থাকলেও,  বিগত কয়েক সপ্তাহে সেই বিরোধ চরমে ওঠে। একদিকে যেমন মহারাষ্ট্রের ট্রাক কর্নাটকে প্রবেশ করতেই আক্রান্ত হয়, তেমনই শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির কর্নাটকের বাস ভাঙচুর করে। বিষয়টি সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। এরইমধ্য়ে বুধবার দিল্লিতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও বাসবরাজ বোম্মাইয়ের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ও কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী অর্ঘ জ্ঞানেন্দ্রও।

বৈঠক শেষের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “বৈঠকে দুই রাজ্যই সম্মতি জানিয়েছে যে সুপ্রিম কোর্ট এই সীমানা বিবাদ নিয়ে রায় না দেওয়া অবধি কোনও রাজ্য সরকার নিজেদের অধিকার জানাবে না। আলোচনার মাধ্যমেই এই বিরোধের সমাধান করতে হবে। একটি কমিটি গঠন করা হবে, দুই রাজ্যের তরফে তিনজন করে মন্ত্রী ওই কমিটির সদস্য হবেন।”

তিনি আরও জানান, পুলিশের একজন শীর্ষকর্তাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য মোতায়েন করা থাকবে, যাতে পর্যটক ও ব্যবসায়ীদের কোনও রকম সমস্যার মুখে না পড়তে হয়। যারা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর বা উত্তেজনা ছড়াবেন, তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরেরও নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।  বিরোধী রাজনৈতিক দলগুলি যাতে এই বিষয় নিয়ে রাজনীতি না করে, তার অনুরোধও জানান অমিত শাহ।

উল্লেখ্য, ১৯৫৭ সালে মহারাষ্ট্র-কর্নাটক সীমানা পুনর্বিন্যাসের সময় থেকেই বিরোধের সূত্রপাত হয়। মহারাষ্ট্রেক অভিযোগ, বেলাগাভির অধিকাংশ বাসিন্দাই মারাঠী ভাষাভাষীর হওয়া সত্ত্বেও তাকে কর্নাটকের অংশ হিসাবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, কর্নাটকের দাবি শোলাপুরের কন্নড় ভাষাভাষীদের অঞ্চলগুলি কর্নাটকের অংশ হিসাবো ঘোষণা করা হোক।

Next Article