নয়া দিল্লি: ‘বাবার টাকা চাইছি নাকি?’, বন্যাবিধস্ত তামিলনাড়ুতে কেন্দ্রের কাছ থেকে আর্থিক সাহায্য চাইতে গিয়ে এমন সুরেই কথা বলেছিলেন রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। মন্ত্রীর মুখে এমন মন্তব্য শুনে বেজায় রেগে গেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উদয়নিধিকে কড়া ধমক দিলেন তিনি। মুখ সামলে কথা বলার পরামর্শও দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বিতর্কের সূত্রপাত তামিলনাড়ুর বন্যা পরিস্থিতি নিয়ে। ওই রাজ্যের শাসক দল ডিএমকের অভিযোগ কেন্দ্রের তরফে বকেয়া অর্থ দেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গেই বক্তব্য রাখতে গিয়ে কার্যত বোমা ফাটান মুখ্যমন্ত্রীর ছেলে তথা রাজ্যের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তিনি বলেন, “কারোর বাবার টাকা চাইছি না আমরা। তামিলনাড়ুর জনগণ যে কর দিয়েছেন, তারই প্রাপ্য ভাগ চাইছি আমরা।”
উদয়নিধির এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “উদয়নিধি স্ট্যালিনের দায়িত্ববানের মতো কথা বলা উচিত। ওঁ একজন মন্ত্রী। ওঁ বাবার টাকার কথা বলছে। ওঁ কি ওঁর বাবার নাম ব্যবহার করে ক্ষমতা উপভোগ করছে? ওঁকে জনগণ বাছাই করেছে, আমাদের কি ওঁকে সম্মান করা উচিত নয়? রাজনীতিতে মা বা বাবা তুলে কথা বলা যায় না।”
অর্থমন্ত্রী আরও বলেন, “উদয়নিধি আরও বড় রাজনৈতিক নেতা হতে চায়। যদি এই স্বপ্ন পূরণ করতে চায়, তবে ওঁর মুখ সামলানো উচিত এবং নিজের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে শব্দ প্রয়োগ করা উচিত। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্যকে সম্প্রতি বন্যা পরিস্থিতিতে ত্রাণবাবদ ৯০০ কোটি টাকা দিয়েছে। আমি বলছি না এটা আমার বা ওঁর বাবার টাকা।”
অন্যদিকে, তামিলনাড়ুর অর্থমন্ত্রী থানাগম থেন্নারাসু দাবি করেন, বন্যা পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন যে টাকা চেয়েছিলেন, তা দিতে অস্বীকার করে রাজ্যবাসীকে অপমান করেছেন।