নয়া দিল্লি: ফের চোখ রাঙাতে শুরু করেছে কোভিড (Covid 19)। করোনাভাইরাসের প্রজাতি ওমিক্রমনের (Omicron) সাব ভ্যারিয়েন্ট নতুন করে দেশে উদ্বেগ বাড়াতে শুরু করেছে। দেশে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে। যা গত ৬ মাসে সর্বোচ্চ। তবে এই পরিস্থিতির মধ্যে আশ্বাসবাণী শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya )। বিষয়টি নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানালেন তিনি।
কী আশ্বাসবাণী দিলেন স্বাস্থ্যমন্ত্রী?
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেন, “ওমিক্রমনের সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা সেভাবে বাড়েনি। ফলে এখনই এ ব্যাপারে উদ্বেগের কারণ নেই। তবে আমাদের সতর্ক হওয়া জরুরি।” বিষয়টি পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী উদ্বেগ না করার বার্তা দিলেও করোনার ফের বাড়বাড়ন্ত ঠেকাতে সতর্ক স্বাস্থ্য মন্ত্রক। এদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফে কোভিড মোকাবিলায় নতুন করে গাইডলাইন দেওয়া হয়েছে।
নতুন গাইডলাইনের কী বলা হয়েছে ?
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া নয়া গাইডলাইনে বলা হয়েছে, ব্যাকটেরিয়ার সংক্রমণ নিয়ে সন্দেহ না থাকলে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়। করোনার মতো উপসর্গ দেখা দিলেও সেটি কোভিড নাকি অন্য কোনও ব্যাকটেরিয়ার হানা, সেটা খতিয়ে দেখা উচিত।
প্রসঙ্গত, কোভিড মোকাবিলায় চলতি বছরের জানুয়ারিতে একটি গাইডলাইন দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেখানে বলা হয়েছিল জ্বর সর্দি কাশি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ ৫ দিনের বেশি থাকলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষত, যাদের কো-মর্বিডিটি আছে, তাদের বিশেষ সতর্কতা মেনে চলতে হবে। প্রয়োজনে রেমডেসিভির ওষুধ প্রয়োগেরও পরামর্শ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, এপ্রিলের গোড়া থেকেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ হাজারের কোটায়। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ১ এপ্রিল দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯৯৪। ২ এপ্রিল সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৮২৪। আর এদিন, ৩ এপ্রিল করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪১। দেশে দৈনিক করোনা পজিটিভিটি হার ৬.১২ শতাংশ এবং সপ্তাহে ২.৪৫ শতাংশ। বর্তমানে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ২১৯। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা-মুক্ত হয়েছেন ১৮০০ জন।