নয়া দিল্লি: দেশে ক্রমশ বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা। দেখতে দেখতেই এক মাসের মধ্য়ে দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্য়া ১ থেকে ৮-এ পৌঁছেছে। এই পরিস্থিতিতেই এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে সংক্রামক রোগ থেকে বাঁচতে কী করা উচিত এবং কী করা উচিত নয়, তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হল।
দেশে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মিলেছিল কেরল থেকেই। এরপরে দিল্লিতেও খোঁজ মিলেছে আক্রান্তের। তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশ, কর্নাটক সহ একাধিক রাজ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে বেশ কয়েকজন ভর্তি রয়েছেন। মৃত্যুও হয়েছে এক রোগীর। এই পরিস্থিতিতেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবার কেন্দ্রের তরফে নির্দেশিকা প্রকাশ করা হল।
এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে টুইট করে বলা হয়, “নিজেকে মাঙ্কিপক্স থেকে সুরক্ষিত রাখুন। এই রোগের সংস্পর্শ থেকে রক্ষা পেতে কী করবেন, কী করবেন না, তা জেনে নিন।”
Protect yourself from #Monkeypox. Know what you should and should not do to avoid contracting the disease.
For more information, visit https://t.co/4uKjkYncqT pic.twitter.com/Zz9tYec9JR
— Ministry of Health (@MoHFW_INDIA) August 3, 2022
১. সংক্রমিত ব্যক্তি নিজেকে বাকিদের সংস্পর্শ থেকে দূরে রাখুন, যাতে রোগ ছড়িয়ে না পড়ে।
২. নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন বা সাবান দিয়ে হাত ধুয়ে নিন বারবার।