নয়া দিল্লি: বর্ষবরণের রাতে দিল্লির (Delhi) রাস্তায় পথ দুর্ঘটনায় শিউরে উঠেছে প্রায় গোটা দেশ। এই নিয়ে বিস্তর আলোচনাও শুরু হয়েছে। জাতীয় মহিলা কমিশনও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদের তিনদিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এই ঘটনাকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়েছেন। দোষীদের মৃত্যদণ্ডের সাজার দাবি জানিয়েছেন তিনি। এইবার এই ঘটনায় হস্তক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও। এই ঘটনা নিয়ে পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ (Amit Shah) দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে কাঞ্ঝাওয়ালায় ২০ বছর বয়সী অঞ্জলি সিংয়ের মৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং তদন্ত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও বিশেষ পুলিশ কমিশনার শালিনী সিংকে একটি দল গঠন করে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
রবিবার ভোর রাতে স্কুটারে করে যাচ্ছিলেন ২০ বছর বয়সী অঞ্জলি। সেই সময় দিল্লির সুলতানপুরীতে তাঁর স্কুটারে ধাক্কা মারে একটি মারুতি সুজুকি বেলেনো। তারপর তরুণী স্কুটার থেকে পড়ে যান। এবং গাড়ির নীচে আটকে যায় তাঁর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই অবস্থাতেই প্রায় ১২ কিলোমিটার রাস্তা ওই তরুণীকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়েছে ওই চার চাকার গাড়িটি। যখন গাড়ি থামে ততক্ষণে বিবস্ত্র তরুণী। শরীরে নেই আর প্রাণ। রাস্তায় নগ্ন দেহ উদ্ধারের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। এবং শুরু হয় তদন্ত। গাড়ির রেজিস্টার্ড নম্বরের উপর ভিত্তি করে অভিযুক্তদের গ্রেফতার করা হয় গতকাল রাতেই। আর আজ তাদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রোহিনী আদালত।
এদিকে এই ঘটনায় তরুণীর মৃত্যুর সুবিচার চেয়ে পুলিশ স্টেশন ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। সুলতানপুরী পুলিশ স্টেশনে জড়ো হয়ে এদিন তাঁরা বেশ কিছুক্ষণ প্রতিবাদ করেন এবং এই ঘটনয়া অভিযুক্তদের কঠোর সাজার দাবি জানান। অন্যদিকে এই ঘটনায় রাজনৈতিক আঁচও এসে পড়েছে। দিল্লির এই ভয়াবহ কাণ্ডে গাড়িতে যে পাঁচজন উপস্থিত ছিল তাদের মধ্যে একজন বিজেপির সদস্য ছিল বলে সোমবার অভিযোগ করেছে আপ। আপের প্রধান মুখপাত্র সৌরভ ভরদ্বাজ এদিন সাংবাদিকদের বলেছেন, অন্যতম অভিযুক্ত মনোজ মিত্তল বিজেপির সাংসদ। লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা দিল্লি পুলিশের বর্ষীয়ান আধিকারিকদের বিরুদ্ধে এই তথ্য লুকোনোর অভিযোগ তুলেছে আপ। এদিকে আপের এই অভিযোগের জবাব দিয়েছেন দিল্লি বিজেপির মিডিয়া সেলের প্রধান হরিশ খুরানা জানিয়েছেন, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী তিনি বলেছেন, কোনও রাজনৈতিক দল নির্বিশেষে দোষীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত।