Bengaluru: প্রেমের আবেদন প্রত্য়াখ্যান, ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে খুন করে নিজের পেটে ধারাল অস্ত্রের কোপ তরুণের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 02, 2023 | 8:38 PM

Bengaluru: প্রেমের আবেদন প্রত্যাখ্যান করেছিলেন তরুণী। তারপর কলেজেই খুন হতে হল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের ছাত্রীকে।

Bengaluru: প্রেমের আবেদন প্রত্য়াখ্যান, ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে খুন করে নিজের পেটে ধারাল অস্ত্রের কোপ তরুণের
ফাইল ছবি

Follow Us

বেঙ্গালুরু: কলেজ জীবনে প্রেম, বন্ধুত্ব খুব সাধারণ ব্যাপার। আকছার সহপাঠীদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার নজির দেখা গিয়েছে। তবে যাঁকে ভাল লাগে সেই তরুণীই প্রেমের আবেদন প্রত্য়াখ্যান করায় ছুরি দিয়ে কোপ বসাল তরুণ! এরূপ ঘটনা বীভৎস হলেও বিরল নয়। হামেশাই শোনা যায় প্রেমের আবেদন ফিরিয়ে দেওয়ায় অ্যাসিড হামলা করা হয়েছে বা খুন করা হয়েছে সেই তরুণ বা তরুণীকে। এবার একই ঘটনার নজির দেখা গেল
বেঙ্গালুরুর (Bengaluru) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)।

১৯ বছরের তরুণী লয়াসমিথা। কোলারের বাসিন্দা ওই তরুণী বেঙ্গালুরু প্রেসিডেন্সি কলেজের প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। তাঁকে পছন্দ করত ন্রুপাথুঙ্গা বিশ্ববিদ্যালয়ের বিসিএ প্রথম বর্ষের ছাত্র পবন কল্যাণ। সে নিজের মনের কথাও জানিয়েছিল লয়াসমিথাকে। তবে তা প্রত্যাখ্যান করেন ওই তরুণী। এই প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি ওই তরুণ। তারপরই চরম সিদ্ধান্ত নিল ওই তরুণ।

সোমবার প্রেসিডেন্সি কলেজে লুকিয়ে ঢুকে পড়ে তরুণ। তারপর তরুণীর উপর ধারাল অস্ত্রের কোপ বসায় ওই পড়ুয়া। নিজের পছন্দের মানুষকেই একাধিকবার আঘাত করেছে সে। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। সেখানেই থেমে যায়নি সে। এরপর নিজেকেও খুন করার চেষ্টা করে। নিজের বুকে ও পেটে কোপ চালায় সে। তবে প্রাণে বেঁচে গিয়েছে সে। কলেজের কর্মীরা তাকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে বোরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। অন্যদিকে ময়নাতদন্তের জন্য তরুণীর দেহ ইয়েলাহাঙ্কা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাজানাকুন্তে পুলিশ স্টেশনেও খবরও দেওয়া হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। কলেজের কর্মী ও তরুণীর বন্ধুদের সঙ্গে এই নিয়ে কথা বলছে পুলিশ।

Next Article