Anurag Thakur: ‘মণিপুরে যেতে পারেন, বাংলা-রাজস্থানে নয়’, বিরোধীদের তোপ অনুরাগের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 02, 2023 | 4:55 PM

Anurag Thakur: বিরোধীদের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "বিরোধী নেতারা মণিপুর ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত নয়। তাঁরা সংসদের আলোচনায় অংশগ্রহণ করছেন না।"

Anurag Thakur: মণিপুরে যেতে পারেন, বাংলা-রাজস্থানে নয়, বিরোধীদের তোপ অনুরাগের
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: মণিপুর ইস্যুতে প্রতিদিনই উত্তাল হচ্ছে সংসদ। এবার এ প্রসঙ্গে বিরোধীদের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। মণিপুর (Manipur) ইস্যু নিয়ে বিরোধী দলগুলি ‘রাজনীতি করছে’ এবং আলোচনা থেকে ‘পালিয়ে যাচ্ছে’ বলে তোপ দাগলেন তিনি। বাংলা ও রাজস্থানেও মহিলারা নির্যাতিত হচ্ছে এবং বিরোধী দলগুলির নেতারা মণিপুর গেলেও বাংলা ও রাজস্থানে কখনও যাচ্ছে না বলেও কটাক্ষ করেন তিনি (Anurag Thakur)।

গত কয়েকদিনের মতো এদিনও মণিপুর ইস্যুতে বিরোধীদের হই-হট্টগোলে মুলতুবি হয়ে গিয়েছে সংসদের অধিবেশন। এপ্রসঙ্গে বিরোধীদের তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “বিরোধী নেতারা মণিপুর ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত নয়। তাঁরা সংসদের আলোচনায় অংশগ্রহণ করছেন না। তাঁরা কেবল পালিয়ে যাচ্ছেন, তাঁরা সংসদকে গুরুত্ব দিতে চাইছেন না।” এরপরই বাংলা ও রাজস্থানের প্রসঙ্গ টেনে অনুরাগ ঠাকুর বলেন, “তাঁরা (বিরোধী নেতারা) মণিপুরে যেতে পারেন, কিন্তু বাংলা ও রাজস্থানে যেতে পারেন না। তাঁরা কেবল রাজনীতি করছেন।”

এদিন ফের বিরোধিতা করার বদলে সংসদীয় আলোচনায় অংশ নেওয়ার ব্যাপারে বিরোধীদের আবেদন জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “সংসদে বিল পেশ করতে বাধা দিলে কিছুই হবে না। তাই তাঁদের সংসদে আসা এবং আলোচনায় অংশ নেওয়া উচিত। তাঁরা এর থেকে অনেক কিছু জানতে পারবেন।”

এদিকে, বিজেপি দলীয় সাংসদদের বৃহস্পতিবার সারাদিন সংসদে উপস্থিত থাকার জন্য তিন লাইনের একটি হুইপ জারি করেছে। মূলত, সরকারের অবস্থান এবং সংসদের কাজকে সমর্থন করার জন্য এবং বিল পেশ করা হলে সেটা আলোচনা ও পাশ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের তরফে জানানো হয়। এপ্রসঙ্গে উল্লেখ্য, মঙ্গলবার অধিবেশনের শুরুতেই লোকসভায় দিল্লি অর্ডিন্যান্স বিল পেশ করা হয়। এদিনও সেটা নিয়ে একপ্রস্থ আলোচনা হয়।

Next Article