Dharmendra Pradhan: ‘ভারতের সংস্কৃতি, আত্মার থেকে বিচ্ছিন্ন’, রামমন্দির ইস্যুতে কংগ্রেসকে তুলোধনা কেন্দ্রীয় মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 27, 2023 | 9:36 PM

বুধবার এ নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই তিনি তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন কংগ্রেসকে। পাশাপাশি কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার মন্তব্যেরও সমালোচনায় সরব হয়েছেন। কংগ্রেস ভারতবাসীর আত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন ধর্মেন্দ্র প্রধান।

Dharmendra Pradhan: ভারতের সংস্কৃতি, আত্মার থেকে বিচ্ছিন্ন, রামমন্দির ইস্যুতে কংগ্রেসকে তুলোধনা কেন্দ্রীয় মন্ত্রীর
ধর্মেন্দ্র প্রধান
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়াদিল্লি: রাম মন্দিরের উদ্বোধনের প্রসঙ্গে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বুধবার এ নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই তিনি তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন কংগ্রেসকে। পাশাপাশি কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদার মন্তব্যেরও সমালোচনায় সরব হয়েছেন। কংগ্রেস ভারতবাসীর আত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন ধর্মেন্দ্র প্রধান।

বুধবার এক্স হ্যান্ডলে ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, “মর্যাদা পুরষোত্তম শ্রী রামের মন্দির অযোধ্যায় উদ্বোধন হবে। ভারতবাসীর দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে। উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে, কংগ্রেসের মধ্যে ততই ভয় ও হতাশা গ্রাস করছে। রামমন্দিরের জন্য শ্যাম পিত্রোদার হৃদয় জ্বলে যাচ্ছে। রাম এবং হিন্দুদের প্রতি কংগ্রেসের অ্যালার্জি এতেই প্রমাণিত হয়ে যাচ্ছে। ভারতের সংস্কৃতি, চাওয়া পাওয়া এবং আত্মার সঙ্গে কংগ্রেস যে পুরোপুরি বিচ্ছিন্ন তা ভালই বোঝা যাচ্ছে।”

রাম মন্দিরের উদ্বোধনে যা যাওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে সিপিএম। সম্প্রতি গান্ধী পরিবার ঘনিষ্ঠ কংগ্রেস নেতা শ্যাম পিত্রোদা রাম মন্দির নির্মাণের সমালোচনা করেছেন। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে সম্প্রতি বলেছেন, “কোনও ধর্ম নিয়ে আমার সমস্যা নেই। আপনি মন্দিরে যেতেই পারেন। কিন্তু এটাকেই প্ল্যাটফর্ম বানালে সমস্যা। ৪০ শতাংশ লোক বিজেপি-কে ভোট দিয়েছে। ৬০ শতাংশ লোক ভোট দেননি। তিনি সকলের প্রধানমন্ত্রী। তিনি সব ছেড়ে রামমন্দির নিয়ে পড়েছেন। রাম মন্দির কী সবথেকে বড় ইস্যু? না মূল্যবৃদ্ধি বা বেকারত্ব?”

Next Article