নয়া দিল্লি: প্রতিদিন হয়ত আপনি ট্রেনে চেপে বাড়ি যান, কিন্তু ভারতীয় রেল সম্পর্কে অনেক তথ্যই আপনার অজানা। আপনি যে সব স্টেশনের ওপর দিয়ে বাড়ি ফেরেন, সেই সব স্টেশনের নামগুলোও নিশ্চয় আপনার চেনা। খেয়াল করে দেখেছেন, কোনও কোনও স্টেশনের নামের পাশে লেখা থাকে ‘হল্ট’ আবার কোনওটায় লেখা থাকে জংশন। প্রত্যেকটি নামের আলাদা অর্থ আছে, আলাদা কার্যকারিতাও আছে। জেনে নেওয়া যাক একটি স্টেশনকে ‘হল্ট’ কেন বলে?
এগুলি অপেক্ষাকৃত ছোট স্টেশন হয়। সাধারণত রেল লাইন পরিষ্কার না থাকলে এই স্টেশনে ট্রেন থামানো হয়। লাইন ক্লিয়ার থাকলে ট্রেনগুলি এগিয়ে যায়। অর্থাৎ সব স্টেশন হল্ট স্টেশনে থামে না। তবে কোনও কোনও ট্রেনের সূচিতে হল্ট স্টেশনে থামার কথা নির্দিষ্ট করে দিয়েছে রেল। সেগুলিতে ট্রেন থামানো হয় নিয়মিত। সাধারণত পার্শ্ববর্তী স্টেশনের নির্দেশ অনুযায়ী এই হল্ট স্টেশনগুলিতে ট্রেন যাতায়াত করে।
তবে যাত্রীদের সুবিধার্থে সব সূচি খতিয়ে দেখে হল্ট স্টেশনে ট্রেন থামার নির্দিষ্ট সময় ধার্য করা আছে। ফলে যাত্রীরা জানেন, কোন ট্রেন কখন হল্ট স্টেশনে থামবে। ফলে মূল স্টেশনের মতোই এই স্টেশন ব্যবহার করেন যাত্রীরা। এই স্টেশনগুলিতে আর পাঁচটা স্টেশনের মতো সবরকম ব্যবস্থা থাকে না। থাকে না কোনও লুপ লাইন বা সিগন্যালিং সিস্টেম। মূল স্টেশন অর্থাৎ হল্ট বাদে অন্যান্য স্টেশনগুলিতে প্রায় সব ট্রেনই থামে।