ঝাড়সুগুদা: লোকসভা, বিধানসভার পাশাপাশি উপ-নির্বাচনও বিশেষ গুরুত্বপূর্ণ। এমনটাই মনে করে BJP। তাই ওড়িশার (Odisha) ঝাড়সুগুদা কেন্দ্রের উপ-নির্বাচনের (Byelection) প্রচারেও কোনও ফাঁক রাখতে নারাজ পদ্ম শিবির। ভোটের ৩ দিন আগে, রবিবার প্রচারে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। বলা ভাল, রোড শো করে একেবারে শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুললেন কেন্দ্রীয় শিক্ষা ও কারিগরী দফতরের মন্ত্রী।
এদিন ঝাড়সুগুদা কেন্দ্রে একটি জনসভা করার পাশাপাশি রোড শো করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। স্থানীয় আদিবাসীদের নিজস্ব পোশাকে নাচ-গান-বাজনা সহ ধর্মেন্দ্র প্রধানের এদিনের রোড শো হয়ে উঠেছিল রঙিন ও বৈচিত্র্যময়। হুড খোলা গাড়িতে করে দলীয় প্রার্থীকে পাশে নিয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে ঝাড়সুগুদা কেন্দ্রের কোলাবিরা ব্লক পরিভ্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর এই রোড শোয়ে বিজেপি কর্মী-সমর্থক সহ উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। বিজেপি কর্মী-সমর্থকেরা পদ্ম পতাকা হাতে নিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে সঙ্গে এগিয়ে চলেন। রাস্তার দু-পাশে জনতার যথেষ্ট ভিড় ছিল। শিশু কোলে মহিলা থেকে বয়স্ক মহিলাকেও দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীর এই রোড শোয়ে।
ଝାରସୁଗୁଡ଼ାରେ ଦଳୀୟ ପ୍ରାର୍ଥୀ @tankadharbjp ଙ୍କ ସମର୍ଥନରେ ପ୍ରଚାର କଲି । ଏହି ଅବସରରେ ଗୁରୁଜନ, ଭାଇ ଭଉଣୀ ଏବଂ ଯୁବଶକ୍ତିଙ୍କ ଆମ ଦଳ ପ୍ରତି ଭଲପାଇବା ଅଭୂତପୂର୍ବ । ଝାରସୁଗୁଡ଼ାର ସ୍ୱାଭିମାନୀ ନାଗରିକମାନେ ପଦ୍ମ ଫୁଲରେ ଭୋଟ୍ ଦେଇ ଆମ ପ୍ରାର୍ଥୀଙ୍କୁ ନିଶ୍ଚୟ ଜୟଯୁକ୍ତ କରିବେ ବୋଲି ମୋର ଦୃଢ଼ ବିଶ୍ୱାସ । #Vote4BJP pic.twitter.com/4w3Kg1YZiz
— Dharmendra Pradhan (@dpradhanbjp) May 7, 2023
প্রসঙ্গত, ঝাড়সুগুদা কেন্দ্রের বিজু দলের বিধায়ক তথা ওড়িশার মন্ত্রী নব কুমার দাস সম্প্রতি খুন হয়েছেন। ফলে বর্তমানে কেন্দ্রটি শূন্য রয়েছে। সেই শূন্যস্থান পূরণ করতেই কর্নাটক বিধানসভা নির্বাচনের সঙ্গেই গত ১০ মে ওড়িশার ঝাড়সুগুদা কেন্দ্রে উপ-নির্বাচন। নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ১৩ মে। বিজু দলের অধীনে থাকা এই কেন্দ্র এবার নিজেদের দখলে আনতে মরিয়া বিজেপি। তাই প্রচারে কোনও খামতি রাখতে নারাজ। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তানখার ত্রিপাঠীকে ভোট দিয়ে জয়ী করার জন্য এদিন জনগণের কাছে আবেদন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।