মালাপ্পুরম: হাউসবোট ভ্রমণে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পর্যটকেরা। মাঝনদীতে ডুবে গেল পর্যটক বোঝাই হাউসবোট (Houseboat)। রবিবার ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) মালাপ্পুরম জেলার তানুরের কাছে। ঘটনায় ইতিমধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কেরলের মন্ত্রী ভি আব্দুর রহমান। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। পুলিশ এবং উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার কাজে নেমেছে। ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা কেরলের বাসিন্দা সি.ভি আনন্দ বোস (C V Anand Bose)। এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের প্রত্যেক পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে মালাপ্পুরম জেলার তানোরের কাছে পর্যটক বোঝাই করে হাউসবোটটি নদী ভ্রমণে বেরিয়েছিল। হঠাৎ করেই মাঝ নদীতে ডুবে যায় হাউসবোটটি। হাউসবোটটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। শেষ পাওয়া খবর পর্যন্ত, হাউসবোটের ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ অনেকেই। তাঁদের খোঁজে নদীতে তল্লাশি চলছে।
ইতিমধ্যে কেরলে হাউসবোট ডুবির ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
Pained by the loss of lives due to the boat mishap in Malappuram, Kerala. Condolences to the bereaved families. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be provided to the next of kin of each deceased: PM @narendramodi
— PMO India (@PMOIndia) May 7, 2023
এদিকে, হাউসবোট ডুবির ঘটনায় দুঃখপ্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা কেরলের বাসিন্দা সি.ভি আনন্দ বোস। টুইটারে তিনি লিখেছেন, “কেরলের তানুরে থুভাল থিরামে বিনোদনমূলক নৌকাডুবির ঘটনাটি খুবই যন্ত্রণাদায়ক। এই দুর্ঘটনায় নিহতদের অসহায় পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
Draft Tweet:
Dr CV Ananda Bose is deeply grieved by the painful incident of a recreational boat capsizing in Thooval Theeram in Tanur, Kerala,claiming precious lives.
Dr.Bose expresses his deepest condolences to the bereaved family members of the hapless victims of the mishap.— Governor of West Bengal (@BengalGovernor) May 7, 2023