Army Vehicle Accident: কাশ্মীরে দুর্ঘটনার কবলে সেনা গাড়ি, মৃত্যু BSF জওয়ানের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 07, 2023 | 11:28 PM

পুঞ্চ জেলার মানকর সেক্টরের কাছে খাদে পড়ে সেনাবাহিনীর একটি গাড়ি। খবর পেয়েই উদ্ধারকাজে নামে সেনা, পুলিশ ও দমকল বাহিনী।

Army Vehicle Accident: কাশ্মীরে দুর্ঘটনার কবলে সেনা গাড়ি, মৃত্যু BSF জওয়ানের
খাদে পড়ে গেল সেনা গাড়ি।

Follow Us

পুঞ্চ: ফের দুর্ঘটনার কবলে সেনা (Army) জওয়ানদের গাড়ি। রবিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের (J&k) পুঞ্চ (Poonch) জেলায় একটি সেনা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে এক BSF জওয়ানের। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। সেনবাহিনীর তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে।

সেনা সূত্রে খবর, এদিন সন্ধ্যায় পুঞ্চ জেলার মানকর সেক্টরের কাছে খাদে পড়ে সেনাবাহিনীর একটি গাড়ি। খবর পেয়েই উদ্ধারকাজে নামে সেনা, পুলিশ ও দমকল বাহিনী। খাদের মধ্য থেকে জওয়ানদের উদ্ধার করা হয়। তবে ততক্ষণে ১ বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জওয়ান। বর্তমানে তাঁরা স্থানীয় সেনা মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাধীন। আহত ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

প্রসঙ্গত, এদিন সকালেই উপত্যকায় বড়সড় নাশকতার ছক বানচাল করেছে সেনা। এক জঙ্গি গোষ্ঠীর সহযোগী ইশফাক আহমেদ ওয়ানিকে দক্ষিণ কাশ্মীর থেকে গ্রেফতার করেছে নিরাপত্তারক্ষীরা। তার কাছ থেকে নিরাপত্তারক্ষীরা ৫ কেজি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (Improvised Explosive Device) উদ্ধার হয়েছে বলে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে। বিপুল পরিমাণ এই বিস্ফোরক দিয়ে জঙ্গিরা উপত্যকায় নাশকতার ছক কষছিল বলে পুলিশের দাবি।

Next Article