Dharmendra Pradhan: ‘গণতন্ত্রের এমন অপমান…দেশবাসী কখনও কংগ্রেসকে ক্ষমা করবে না’, ক্ষোভ উগরে দিলেন ধর্মেন্দ্র প্রধান

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 26, 2023 | 1:50 PM

New Parliament Inauguration: কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, "অমৃতকালের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যেখানে ভারত গণতন্ত্রের উজ্জ্বল ইতিহাস লিখছে, সেখানেই কংগ্রেস ও আরও বেশ কয়েকটি দল শুধুমাত্র নেতিবাচক রাজনীতি করার সুযোগ খুঁজছে। দেশের মানুষ সব কিছু বুঝতে পারছে।"

Dharmendra Pradhan: গণতন্ত্রের এমন অপমান...দেশবাসী কখনও কংগ্রেসকে ক্ষমা করবে না, ক্ষোভ উগরে দিলেন ধর্মেন্দ্র প্রধান
কংগ্রেসের সমালোচনা সরব ধর্মেন্দ্র প্রধান।

Follow Us

নয়া দিল্লি: সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অন্যতম প্রকল্প ছিল নয়া সংসদ ভবন (New Parliament Building)। আগামী রবিবার, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই অনুষ্ঠানে সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও, অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস, তৃণমূল, আপ সহ ১৯টি দল। বিরোধী দলগুলির এই সিদ্ধান্তেরই এবার সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। এ দিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী একাধিক টুইটে কংগ্রেস সহ অন্যান্য় বিরোধী দল, যারা নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানের বয়কটের ডাক দিয়েছিলেন, তাদের সমালোচনা করে তিনি বলেন, “কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল বিরোধী দল হতে গিয়ে দেশ-বিরোধী দলে পরিণত হয়েছে। গণতন্ত্র ও সংবিধানকে অপমানের ইতিহাস রয়েছে কংগ্রেসের।”

এ দিন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টুইট করে লেখেন, “নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ডাক কংগ্রেস ও তাদের মতাদর্শকে সমর্থন করা রাজনৈতিক দলগুলির আদর্শগত দারিদ্রতা ও রাজনৈতিক দেউলিয়া হয়ে যাওয়ারই প্রমাণ করে। গণতন্ত্রের মন্দির দেশবাসীর আত্মসম্মান, মনোবল, শক্তি ও আকাঙ্খার প্রতীক। এই অনুষ্ঠানকে বয়কট করে কংগ্রেস দেশের ১৪০ কোটি মানুষের আত্ম-সম্মান ও সিদ্ধান্তকে অপমান করছে।”

তিনি আরও বলেন, “সরকার ও মোদী কি কংগ্রেসকে এতটাই প্রভাবিত করেছে যে তারা এই ধরনের ঐতিহাসিক মুহূর্তেও অন্তঃসারশূন্য রাজনীতি করছে? কংগ্রেস অতীতে যে যে ঐতিহাসিক ভুল করেছিল, তা একে একে ঠিক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস কি এই কারণেই হতাশ? ২০১৪ ও ২০১৯ সালে জনগণ দেশ শাসনের দায়িত্ব পরিবারতন্ত্রের হাত থেকে  ছিনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর হাতে তুলে দিয়েছেন। সেই কারণেই কি কংগ্রেস ক্রমাগত নতুন সংসদ ভবনের বিরোধিতা ও বয়কট করছে?”

পরবর্তী আরেকটি টুইটে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, “অমৃতকালের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে যেখানে ভারত গণতন্ত্রের উজ্জ্বল ইতিহাস লিখছে, সেখানেই কংগ্রেস ও আরও বেশ কয়েকটি দল শুধুমাত্র নেতিবাচক রাজনীতি করার সুযোগ খুঁজছে। দেশের মানুষ সব কিছু বুঝতে পারছে। কংগ্রেস এই যে অনৈতিক পদক্ষেপ করেছে, তা পর্যালোচনা করা উচিত। গণতন্ত্রের এই ধরনের অপমান করার জন্য দেশ কখনও কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলিকে ক্ষমা করবে না।”

Next Article