হায়দরাবাদ: রেলের কাজে আরও গতি আসছে তেলঙ্গানায়। হায়দরাবাদের রিং রোডের বাইরে দিয়ে এবার রেল যোগাযোগ আরও উন্নত করা হবে। রিং রোডের বাইরের দিক দিয়ে তৈরি হবে আউটার রিং রেল সংযোগ। আর রেলের এই প্রকল্পের ফাইনাল লোকেশন সার্ভের জন্য ইতিমধ্যেই প্রায় ১৪ কোটি টাকার জন্য সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র। অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রক থেকে ১৩ কোটি ৯৫ লাখ টাকার অনুমোদন দেওয়া হয়েছে আউটার রিং রেল প্রকল্পের জন্য।
রেলের এই কাজ সম্পূর্ণ হওয়ার পর হায়দরাবাদ তথা গোটা তেলঙ্গানার আমজনতা এর সুবিধা পাবেন। বুধবার তেলঙ্গানার এই নয়া প্রাপ্তির কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। এই আউটার রিং রেল প্রকল্পের মাধ্যমে মোট ৫৬৩.৫ কিলোমিটার রেলপথ সংযোগ করা হবে। আক্কানাপেট, যদাদ্রি, চিতয়াল, বুরগুলা, ভিকারাবাদ এবং গেট বানমপল্লিকে যুক্ত করা হবে এই আউটার রিং রেলের মাধ্যমে।
এর পাশাপাশি তেলঙ্গানার এমএমটিএস দ্বিতীয় পর্যায়ের কাজের জন্যও ১০০ শতাংশ আর্থিক বরাদ্দে অনুমোদন দিয়েছে রেল। ঘাটকেসর ও রাইগিরের মধ্যে প্রায় ৩৩ কিলোমিটার কাজ হবে এই পর্যায়ে। আর এই কাজের জন্য পুরো খরচাই দিচ্ছে রেল। সব মিলিয়ে ৩৩০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য। প্রথমে ঠিক ছিল এমএমটিএস দ্বিতীয় পর্যায়ের কাজের দুই তৃতীয়াংশ খরচ বহন করবে তেলঙ্গানা সরকার। কিন্তু পরবর্তী সময়ে এই খরচ বহনে ব্যর্থ হয় রাজ্য সরকার। তখন কেন্দ্রের থেকেই গোটা খরচ বহনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া তেলঙ্গানার করিমনগর থেকে হাসনপার্থি পর্যন্ত প্রায় ৬১ কিলোমিটার ব্রডগেজ লাইনের কাজেও গতি আনছে রেল। এই রুটের ফাইনাল লোকেশন সার্ভের জন্য দেড় কোটি টাকার অনুমোদন দিয়েছে অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রক।
উল্লেখ্য, কিছুদিন আগেই তেলঙ্গানার জন্য ২ হাজার ১০২ কোটি টাকার আর্থিক বরাদ্দের অনুমোদন দিয়েছে কেন্দ্র। অর্থমন্ত্রকের তরফে রাজ্যগুলির জন্য বিশেষ সহায়তা হিসেবে এই ঋণ দেওয়া হয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কাছে অনুরোধ করেছেন, যাতে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, জিনোম ভ্য়ালি, শামিরপেটের জন্য মিউটেশন প্রক্রিয়া দ্রুত শেষ করা হয়।