G-20 Summit: চাকরি প্রত্যাশী নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী দেশ হিসেবে ভারত উদিত হচ্ছে: কেন্দ্রীয় মন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jan 28, 2023 | 10:44 PM

আসন্ন জি-২০ সামিটের লক্ষ্যে আয়োজিত আঞ্চলিক জি-২০-র সূচনা সভায় এমনই বিবৃতি দিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী জি. কিষাণ রেড্ডি।

G-20 Summit: চাকরি প্রত্যাশী নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী দেশ হিসেবে ভারত উদিত হচ্ছে: কেন্দ্রীয় মন্ত্রী
জি-২০-র আঞ্চলিক সূচনা সভায় কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি।

Follow Us

নয়া দিল্লি: ভারত চাকরি প্রত্যাশীর দেশ নয়, চাকরি সৃষ্টিকারী দেশ হিসাবে উদিত হচ্ছে। আসন্ন জি-২০ সামিটের লক্ষ্যে আয়োজিত আঞ্চলিক জি-২০-র সূচনা সভায় এমনই বিবৃতি দিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী জি. কিষাণ রেড্ডি। শনিবার হায়দরাবাদের তাজ কৃষ্ণা হোটেলে আয়োজিত এই সভায় কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “নতুন নতুন পণ্য উদ্ভাবন, বিনিয়োগ এবং অভিজ্ঞতার মাধ্যমেই আমাদের যাত্রা শুরু হয়েছে। আমাদের এই যাত্রা আবেগ ও অগ্রগতির প্রতীক এবং এটি সফল করে তুলতে সরকার সবরকমভাবে উৎসাহ দিচ্ছে এবং সাহায্য করছে।” তৃতীয় বৃহত্তম অর্থনীতি গড়ে তুলতে আমাদের দেশের ক্ষমতা রয়েছে এবং আগামী দিনে নতুন আবিষ্কারের ক্ষেত্রে ভারত অন্যতম ভূমিকা পালন করবে বলেও দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। এদিনের সভায় উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি আরও জানান, ‘ইনোভেটিং ফর অমৃত কাল, ইন্ডিয়া @ ২০৪৭’ থিমের অধীনে ভারতের সভাপতিত্বে আয়োজিত জি-২০ সফল করে তুলতে সকল প্রতিনিধিকে দায়িত্বশীল হয়ে যৌথ সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে।

ভারত যে চাকরি সৃষ্টি করতে শুরু করেছে, এদিন হায়দরাবাদের তাজ কৃষ্ণা হোটেলে আয়োজিত আঞ্চলিক জি-২০-র সূচনা সভায় তার উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি। বিবৃতিতে তিনি জানান, উদ্যোগপতিদের জন্য ব্যবসা শুরুর আদর্শ জায়গা ভারত। দেশে এখনও পর্যন্ত শতাধিক ইউনিকর্নে প্রায় ৮৫ হাজার স্টার্ট আপ সংস্থা নথিভুক্ত রয়েছে। যার বাজারমূল্য ৩৫0 বিলিয়ন মার্কিন ডলার। দেশে বিনিয়োগের ক্ষেত্রে ভারত যে সুবিধা দিচ্ছে তা কর্মসংস্থান বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করবে বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। তিনি বলেন, “গণতন্ত্রের সঙ্গে সবকা সাথ, সবকা বিকাশ নীতির উপর ভিত্তি করে ডিজিটাল গণতান্ত্রিক পরিকাঠামোর মাধ্যমে সবার জন্য উন্নয়ন করা হবে।”

এদিনের আলোচনা সভায় দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য এবং পর্যটকদের আরও সুন্দর অভিজ্ঞতা দিতে নতুন প্রযুক্তি ব্যবহারের উপরেও জোর দিয়েছেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী। তিনি জানান, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ও পর্যটকদের আরও ভাল অভিজ্ঞতা দিতে উদ্যোগী সরকার। এদিনের আঞ্চলিক জি-২০-র সূচনা সভায় কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী, জি-২০-র শেরপা সোম প্রকাশ, নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত সহ শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধি এবং জি-২০-ভুক্ত দেশগুলির প্রতিনিধিরা।

Next Article