নয়াদিল্লি: বছরের শুরুতেই জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন সংস্থার শেয়ার দাম বেড়েছিল। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের শেয়ার দর বেশ কিছুটা বেড়েছিল। এর পরই বিভিন্ন সংবাদমাধ্যমে জ্বালানি তেলের দাম কমার বিষয়টি উঠে আসে। কিন্তু সেই সম্ভাবনা নাকচ করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী। দাম কমার জল্পনা উড়িয়ে মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, জ্বালানির দাম কমার কোনও সম্ভাবনা এখন নেই।
এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী বলেছেন, “জ্বালানির দাম কমার বিষয়ে অয়েল মার্কেটিং সংস্থাগুলির সঙ্গে কোনও আলোচনা হয়নি। এখন দাম কমা নিয়ে কোনও চিন্তাভাবনা নেই।”
এর পাশাপাশি ভেনেজুয়েলার থেকে জ্বালানি তেল ক্রয়ের ব্যাপারে কেন্দ্র চিন্তাভাবনা করছে বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আফ্রিকার ভারী তেল পরিশোধনের জন্য সংস্থাগুলি ব্যবস্থাপনা তৈরি রেখেছে বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে পুরী বলেছেন, “ভেনেজুয়েলার তেল কিনবে ভারত। পারাদ্বীপ-সহ আমাদের একাধিক তৈল শোধনাগার ভেনেজুয়েলার ভারী খনিজ তেল পরিশোধনে সক্ষম। অন্য অনেক দেশ থেকেও আমরা তেল কিনতে প্রস্তুত।” এর পাশাপাশি ভারতে রোজ ৫০ লক্ষ ব্যারেল খনিজ তেল লাগে বলেও জানিয়েছেন তিনি। সে চাহিদা আরও বাড়ছে। সে জন্য তেল কেনার জন্য বিকল্প বাজারের সন্ধান চালিয়ে যাচ্ছে ভারত।