বেঙ্গালুরু: সাংবাদিক সম্মেলন করছিলেন। আচমকাই গল গল করে রক্ত ঝরতে শুরু করল নাক থেকে। রবিবার রাতে হাসপাতালে ভর্তি করতে হল কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী। তৃতীয় মোদী সরকারে ভারী শিল্প ও ইস্পাত দফতরের দায়িত্ব নিয়েছেন তিনি। দফতরের একটি বিষয় নিয়েই সাংবদিক সম্মেলন করতে বসেন তিনি। আচমকাই রক্তপাত হতে শুরু করে। তাঁর সাদা জামাতেও রক্তের ছিটে লাগে। একটি রুমাল নাকে চেপে ধরতে দেখা যায় জেডি(এস) নেতাকে। রুমালটিও ভিজে যায় রক্তে। ওই অবস্থাতেই তাঁকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে তাঁর নাক দিয়ে রক্তপাত হল, তা এখনও জানা যায়নি।
#WATCH | Karnataka: Union Minister HD Kumaraswamy was taken to hospital after his nose started bleeding while he was attending a press conference in Bengaluru. pic.twitter.com/yGX1pOwGVZ
— ANI (@ANI) July 28, 2024
সাংবাদিক সম্মেলন করতে দিয়ে, নাক দিয়ে রক্ত বের হতেই, নাকে রুমাল চেপে সরে যান কুমারস্বামী। তাঁর বদলে মাইক হাতে তুলে নেন বিজেপির বরিষ্ঠ নেতা ইয়েদুরাপ্পা। কুমারস্বামীকে দেখা যায়, নাকে রুমাল চেপেই হেঁটে গিয়ে, একটি ,সাদা এসইউভি গাড়ির সামনের আসনে গিয়ে বসতে। তাঁকে নিয়ে দ্রুত হাসমপাতালের উদ্দেশে রওনা দেয় গাড়িটি।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।