নাগপুর: কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেই হোক বা বিজেপি নেতা, তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। বিজেপির অন্যতম মুখ নীতীন গড়করি(Nitin Gadkari)-কে যদি কংগ্রেসে (Congress) যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তাহলে তিনি কী করবেন? এমনই প্রশ্নের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী। উত্তরে তিনি সাফ জানালেন, ওই দলের সদস্য় হওয়ার থেকে ভাল কুয়োয় ঝাঁপ দেওয়া।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র নেতৃত্বে বিজেপি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। সেখানেই তিনি বিজেপিতে যোগদানের পর শুরুর দিনগুলি ও দলের দীর্ঘ যাত্রাপথ নিয়ে কথা বলেন। স্মৃতিচারণ করতে করতেই নীতীন গড়করি বলেন, প্রয়াত কংগ্রেস নেতা শ্রীকান্ত জিসকার তাঁকে প্রশ্ন করেছিলেন যে তাঁকে যদি কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তবে তিনি কী করবেন? জবাবে তিনি বলেছিলেন, ওই দলে যোগ দেওয়ার থেকে বরং কুয়োয় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করাকে তিনি বেশি পছন্দ করবেন।
তিনি বলেন, “জিসকার এক সময়ে আমায় বলেছিলেন, তুমি খুব ভাল দলীয় কর্মী ও নেতা। যদি তুমি কংগ্রেসে যোগ দাও, তবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিন্তু আমি ওঁকে বলেছিলাম যে কংগ্রেসে যোগ দেওয়ার থেকে আমি কুয়োয় ঝাঁপ দেব। কারণ বিজেপির প্রতি আমার গভীর আস্থা রয়েছে। বিজেপির চিন্তাধারায় আমি বিশ্বাস করি এবং আগামিদিনেও বিজেপির হয়েই কাজ করব।”
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রশংসা করে তিনি বলেন, “অল্প বয়সেই রাষ্ট্র সেবার মূল্যবোধ আমার মধ্যে তৈরি করেছিল আরএসএস। আমি আরএসএসের শাখা সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদেরও সদস্য ছিলাম।”
কংগ্রেস সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, “কংগ্রেসের সূচনাকাল থেকে একাধিকবার ভাঙন ধরেছে। আমাদের দেশের গণতন্ত্রের ইতিহাস ভুললে চলবে না। ভবিষ্যতের জন্য অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। কংগ্রেস তার ৬০ বছরের রাজত্বে গরিবি হটাও স্লোগান দিয়েছিল, কিন্তু ব্যক্তিগত স্বার্থে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল।”
ভারতকে অর্থনৈতিক দিক থেকে ‘সুপারপাওয়ার’ বানানোর যে স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী মোদী, তার প্রশংসা করে বলেন, “আমাদের দেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। ৬০ বছরে কংগ্রেসের শাসনকালে যা কাজ হয়েছিল, তার তুলনায় বিগত ৯ বছরে বিজেপি দ্বিগুণ কাজ করেছে।”