Minister Astonished Knowing Corn Price : বিজেপি শাসিত রাজ্যে ভুট্টার দাম শুনে চক্ষু চড়কগাছ কেন্দ্রীয় মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 23, 2022 | 7:50 PM

Bhopal News : ভোপালে ভুট্টার দাম শুনে 'বেশি দাম' বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পরে এহেন কাজের জন্য কংগ্রেসের কটাক্ষের মন্ত্রী।

Minister Astonished Knowing Corn Price : বিজেপি শাসিত রাজ্যে ভুট্টার দাম শুনে চক্ষু চড়কগাছ কেন্দ্রীয় মন্ত্রীর
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

ভোপাল : চলতি পথে ভুট্টার দাম শুনে অবাক হলেন এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁর এই প্রতিক্রিয়ায় কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেসও। ভুট্টার দাম শুনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছিলেন বড্ড বেশি দাম। তাতেই কটাক্ষ করার সুযোগ ছাড়েনি কংগ্রেস। মধ্য প্রদেশের সেওনি থেকে মান্ডলা যাওয়ার পথে রাস্তার ধারে ভুট্টার দোকান থেকে ভুট্টা কিনতে গিয়েছিলেন ইস্পাত মন্ত্রকের প্রতিমন্ত্রী ফাগ্গান সিং কুলাসতে। সেখানেই ভুট্টার দাম শুনে দরাদরি শুরু করেন তিনি। সেই ভিডিয়ো তিনি নিজেই টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই কংগ্রেস কটাক্ষ করে টুইট করে।

রাস্তায় বেরিয়ে মন্ত্রী মশাইয়ের সাধ হয়েছে ভুট্টা খাওয়ার। রাস্তার ধারেই গাড়ি থামিয়ে একটি খড়ের চাল দেওয়া দোকানে যান। মন্ত্রীর টুইট করা ভিডিয়োতে দেখা গিয়েছে। মন্ত্রী ভুট্টা বিক্রেতাকে নির্দেশ দিচ্ছেন কীভাবে তাঁর জন্য ভুট্টা তৈরি করতে হবে। তবে ভু্ট্টার দাম জিজ্ঞাসা করতেই হতাশ মন্ত্রী। ভুট্টা বিক্রেতা জানান তিনটি ভুট্টার দাম ১৫ করে ৪৫ টাকা। তাতেই অবাক কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায় বেশি তিনটি ভুট্টার দাম ৪৫ টাকা কিছুটা বেশি। তারপর তাঁকে দরাদরি করতেও শোনা যায়। মন্ত্রীর কথায় ভুট্টা বিক্রেতা মুখে হাসি এনে পাল্টা জানিয়েছেন, ‘এটাই তো ঠিকঠাক দাম। আপনি গাড়ি করে যাচ্ছিলেন বলে আমি দাম বাড়িয়ে বলিনি।’ এর পাল্টা মন্ত্রী তারপর বলেন, ‘এখানে বিনামূল্যে ভুট্টা পাওয়া যায়।’ যদিও দরাদরি করলেও মন্ত্রীমশাই বিক্রেতাকে তাঁর ন্যায্য় দামই দিয়েছেন।

এই গোটা ঘটনার ভিডিয়ো নিজেই টুইটারে পোস্ট করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি পোস্টে লিখেছেন, ‘আজ সেওনি থেকে মান্ডলার দিকে যাচ্ছিলাম। স্থানীয় ভুট্টা খেলাম। আমাদের সকলের স্থানীয় কৃষক ও বিক্রেতাদের থেকে খাবারের জিনিস কেনা উচিত। এর ফলে তাঁদের কর্মসংস্থান নিশ্চিত হবে।’ তবে এধিকে মন্ত্রীর দরাদরির ভিডিয়ো দেখে তোপ দেগেছে কংগ্রেস। মধ্য প্রদেশের কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান কে কে মিশ্র টুইটে কটাক্ষ করে লিখেছেন, ‘তিনি এতটাই গরিব যে ১৫ টাকার ভু্ট্টা তাঁর কাছে খুব দামি মনে হয়। তাহলে সাধারণ নাগরিকদের অবস্থার কথা ভাবুন।’ তবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নারোত্তম মিশ্র কুলাসতের পক্ষ নিয়ে বলেছেন, ‘তিনি গাড়ি থেকে নেমে ভুট্টা বিক্রেতার সঙ্গে কথা বলেছেন। যা দাম চাওয়া হয়েছিল তার থেকে বেশি টাকাই তিনি দিয়েছেন।’

Next Article