জয়পুর: ভোটমুখী রাজস্থানে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ইডি (ED) তল্লাশি। একাধিক জায়গার পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির বাড়িতে যেমন তল্লাশি অভিযান চালায় ইডি, তেমনই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভবকেও সমন পাঠিয়েছে। যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এবার এই ঘটনায় পাল্টা মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী (Pralhad Joshi)।
রাজস্থানে একাধিক জায়গায় ইডি-র তল্লাশি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, “রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনে যে দুর্নীতি হয়েছিল, ১৯ বার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তার জেরেই ইডি তল্লাশি হয়েছে। রাজ্যের দুর্নীতি-দমন কমিটি ঠিকমতো তদন্তে করলে ইডি তল্লাশিতে যেত না।” যাঁরা RPSC-তে আবেদন করেছিলেন, তাঁদের প্রতি, ৭০ লক্ষের বেশি মানুষের প্রতি অবিচার করা হয়েছে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।
#WATCH | Jaipur, Rajasthan: Union Minister Pralhad Joshi says, “The ED raid happened because of the scam that took place in Rajasthan Public Service Commission and the paper got leaked 19 times…You have done injustice to more than 70 lakh people who applied for RPSC…” pic.twitter.com/RLchzo3Y21
— ANI (@ANI) October 26, 2023
প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইডি-র তল্লাশি অভিযান এবং গেহলট-পুত্রকে সমনের ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব মরিশাসের একটি সংস্থা থেকে অবৈধভাবে অর্থ নিয়েছিলেন এবং সেই টাকায় একটি হোটেলের শেয়ার কিনেছিলেন বলে অভিযোগ। যদিও এদিনের ইডি তল্লাশি রাজনৈতিক চক্রান্ত বলে পাল্টা দাবি গেহলটের।