Sandeshkhali: ‘কী লুকোতে চাইছেন মমতাজি?’, সন্দেশখালি নিয়ে সরব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
Ravi Shankar Prasad: সন্দেশখালির মানুষদের যে অবস্থার কথা প্রকাশ্যে আসছে, তা 'লজ্জাজনক' বলেও মন্তব্য করেন বিজেপি নেতা তথা প্রাক্তন আইনমন্ত্রী। তিনি বলেন, "ইডি তল্লাশি করতে গিয়েছিল, তখন থেকে সমস্যার শুরু। তারপর যা-যা সামনে আসছে, সাধারণ মানুষকে হেনস্থা করা, মহিলাদের যৌন হেনস্থা করা- এগুলি সভ্য সমাজের কাছে কেবল লজ্জাজনক নয়, নিকৃষ্টতম।"
নয়া দিল্লি: সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এই ঘটনার জল গড়িয়েছে দিল্লিতেও। সন্দেশখালির ঘটনা ও সেখানকার বাসিন্দাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। সন্দেশাখালিতে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক গ্রেফতার হওয়ার ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বুধবার দিল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সন্দেশখালি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, “সন্দেশখালির ঘটনাটি খুব গুরুতর। শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি করতে ইডি সন্দেশখালিতে যাওয়া থেকেই গন্ডগোলের সূত্রপাত।” শাহজাহান শেখ গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টও। শাহজাহানকে কেউ নিরাপত্তা দিচ্ছেন কি না,তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। সেই প্রসঙ্গ তুলে এদিন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, “শাহজাহান শেখ এখনও গ্রেফতার হয়নি। কীভাবে একটা লোক পালিয়ে বেড়াচ্ছে? কলকাতা হাইকোর্টও টিপ্পনি করেছে।”
সন্দেশখালির মানুষদের যে অবস্থার কথা প্রকাশ্যে আসছে, তা ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেন বিজেপি নেতা তথা প্রাক্তন আইনমন্ত্রী। তিনি বলেন, “ইডি তল্লাশি করতে গিয়েছিল, তখন থেকে সমস্যার শুরু। তারপর যা-যা সামনে আসছে, সাধারণ মানুষকে হেনস্থা করা, মহিলাদের যৌন হেনস্থা করা- এগুলি সভ্য সমাজের কাছে কেবল লজ্জাজনক নয়, নিকৃষ্টতম।” শুভেন্দু অধিকারীকে পুলিশ প্রথমে সন্দেশখালিতে যেতে বাধা দেয়। পরে তিনি আদালতের নির্দেশে সন্দেশখালি পৌঁছন। তাঁকে সন্দেশখালির মহিলারা তাঁদের যন্ত্রণা-কষ্টের কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন বিজেপি এই সাংসদ। এছাড়া সাংবাদিকদের কাছেও মহিলারা তাঁদের কষ্টের কথা বলেছেন বলে তিনি জানান। সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে রবিশঙ্কর প্রসাদ বলেন, “কী লুকোতে চাইছেন মমতাজি?”
মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনেই ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটেছিল। সে প্রসঙ্গ তুলে সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বিজেপি নেতা রবিশঙ্কর বলেন, “সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) লড়াই করেছেন, বাম শাসনের উৎখাত করেছেন, তখন আমরা তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) প্রশংসা করেছিলাম। আজ কী হল? আজকের অত্যাচার, পুলিশের দমন, সিপিএমের দমন ছাড়িয়ে গিয়েছে।”
आखिर संदेशखाली पर ममता जी क्या छुपाना चाहती हैं और क्यों छुपाना चाहती हैं?
एक महिला मुख्यमंत्री अपनी राजनीतिक साख बचाने के लिए महिलाओं की इज्जत को दांव पर लगा रही है।
– श्री @rsprasad
पूरा वीडियो देखें: https://t.co/wB7YzYuefU pic.twitter.com/CiJJdC34ku
— BJP (@BJP4India) February 21, 2024