G. Kishan Reddy: মার্কিন যুক্তরাষ্ট্রে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 17, 2023 | 9:35 PM

G. Kishan Reddy: কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে। পর্যটন সম্পর্কিত অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত স্থায়িত্ব সম্পর্কিত রাষ্ট্রসঙ্ঘের উচ্চ স্তরের রাজনৈতিক ফোরামে অন্যতম প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন জি কিষাণ রেড্ডি।

G. Kishan Reddy: মার্কিন যুক্তরাষ্ট্রে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি
বিশেষ পুরস্কারে সম্মানিত কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি।

Follow Us

নয়া দিল্লি: দেশের পর্যটনের উন্নয়নের পাশাপাশি ভারত-মার্কিন বাণিজ্য ও সংস্কৃতির আদান-প্রদানে বিশেষ ভূমিকা নিয়েছেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। তারই পুরস্কার স্বরূপ গ্লোবাল ইনক্রেডিবল লিডারশিপ অ্যাওয়ার্ড (Global Incredible Inc Leadership Award) পেলেন তিনি। ইউএস ইন্ডিয়া এসএমই কাউন্সিল থেকেই এই বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে। যা পেয়ে অভিভূত জি. কিষাণ রেড্ডি। টুইটারে সেই বিশেষ মুহূর্তের ছবি তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব ও নির্দেশনাতেই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি (G. Kishan Reddy)।

জানা গিয়েছে, পর্যটনের উন্নয়ন ও ভারতের সমৃদ্ধশালী সংস্কৃতির প্রচারের স্বীকৃতিস্বরূপ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি। মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রদেশের নাগরিকদের তরফে ইউএস ইন্ডিয়া এসএমই কাউন্সিল থেকে এই বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কার গ্রহণের পর সেই মুহূর্তের ছবি টুইটারে শেয়ার করেছেন জি. কিষাণ রেড্ডি।

গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণের ছবি তুলে ধরে শিরোনামে কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য এবং জনগণের মধ্যে কর্মসূচির বিনিময়কারী সংস্থা, ইউএস ইন্ডিয়া এসএমই কাউন্সিল থেকে ‘লিডারশিপ অ্যাওয়ার্ড’ গ্রহণ করে অভিভূত।” তিনি আরও লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশনা ও নেতৃত্বে পর্যটন এবং ভারতের সমৃদ্ধশালী সংস্কৃতির প্রচারের জন্য প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রদেশের বিশিষ্ট নাগরিকদের তরফে এই পুরস্কার প্রদান করা হয়েছে।”

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। পর্যটন সম্পর্কিত অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত স্থায়িত্ব সম্পর্কিত রাষ্ট্রসঙ্ঘের উচ্চ স্তরের রাজনৈতিক ফোরামে (ইউএন এইচএলপিএফ) তিনি অংশ নিয়েছেন এবং অন্যতম প্রধান বক্তা হিসাবে বক্তব্য রেখেছেন জি কিষাণ রেড্ডি।

Next Article