চণ্ডীগঢ়: শিকে ছিঁড়েছিল অ্যালয় হুইল কারখানায় চাকরি পেয়ে। ভেবেছিলেন, এবার সংসারে হাল ধরতে পারবেন। মাত্র দু’দিন হয়েছিল কারখানায় কাজ শুরু করেছিলেন, তার মধ্যেই ঘটল মর্মান্তিক ঘটনা। খুশির খবরের দুইদিনের মধ্যে পরিবারে নেমে এল শোকের ছায়া। কারখানায় কাজ করতে গিয়ে রোবটের (Robot) সঙ্গে ধাক্কা লেগে ফুটন্ত বয়লারে (Boiler) পড়ে গেল ২২ বছরের এক যুবক। সঙ্গে সঙ্গে পুড়ে যায় গোটা শরীর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানায় (Haryana)।
পুুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে হরিয়ানার বাওয়াল এলাকায় একটি অ্যালয় হুইল কারখানায় ঘটনাটি ঘটে। মহিতাব নামক ২২ বছরের ওই যুবক উত্তর প্রদেশের খেরির বাসিন্দা। মাত্র দুইদিন আগেই কারখানায় চাকরি পায় ওই যুবক। নবাগত হওয়ায় তাঁকে নাইট শিফটে রাখা হয়েছিল। কাজ করার সময়ই আচমকা একটি রোবটের সঙ্গে ধাক্কা লাগে মহিতাবের। টাল সামলাতে না পেরে পিছনেই থাকা বয়লারের মধ্যে পড়ে যায় ওই যুবক।
তাঁর আর্তচিৎকার শুনে সহকর্মীরা ছুটে এলেও, যতক্ষণে তাঁকে ফুটন্ত বয়লার থেকে বের করা হয়, ততক্ষণে তাঁর গোটা শরীর জ্বলে-পুড়ে গিয়েছে। গা থেকে মাংস গলে পড়তে থাকে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় যুবকের।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কারখানার মালিক। তারাই পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। মৃত যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা উত্তর প্রদেশ থেকে হরিয়ানায় এসে পৌঁছলে দেহের ময়নাতদন্ত করা হবে। মৃতের পরিবারের তরফে পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। তবে কার গাফিলতিতে যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখার জন্য তদন্ত জারি রেখেছে পুলিশ।