Woman Abuse: স্বামীর অমত সত্ত্বেও বিজেপিকে ভোট গৃহবধুর! পরিণতি দেখে বাধ্য হয়ে নাক গলাল মহিলা কমিশন

Woman Abuse: জানা গিয়েছে, উত্তর প্রদেশের এক মুসলিম মহিলা এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন। বিজেপি তিন তালাকের বিরুদ্ধে আইন নিয়ে আসার কারণে বিজেপিকে ভোট দিয়েছিলেন ওই মহিলা।

Woman Abuse: স্বামীর অমত সত্ত্বেও বিজেপিকে ভোট গৃহবধুর! পরিণতি দেখে বাধ্য হয়ে নাক গলাল মহিলা কমিশন
গ্রাফিক্স: টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2022 | 5:30 PM

নয়া দিল্লি: আমাদের দেশ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। দেশের সকল নাগরিককে সংবিধান নির্দিষ্ট কিছু গণতান্ত্রিক অধিকার দিয়েছে। বিশেষ পরিস্থিতি ছাড়া, রাষ্ট্রেরও সেই গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই। কেউ যদি দেশের কোনও নাগরিকের গণতান্ত্রিক অধিকারে কোনওভাবে বাধার সৃষ্টি করে তবে তা আইনত অনৈতিক বলেই বিবেচিত হয়। তবে সাধারণভাবে অন্যান্য ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হলেও বিশেষ প্রতিবাদ হয়না, তবে ভোটদানের ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকারের প্রয়োগ অনেক বেশি দেখা যায়। সম্প্রতি উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা হয়েছিল। চলতি মাসে ভোটের ফল ও প্রকাশিত হয়েছে। কিন্তু ভোটের সময় ভোট দেওয়ার অপরাধে গুরুতর বিপাকে পড়েছেন এক মহিলা।

জানা গিয়েছে, উত্তর প্রদেশের এক মুসলিম মহিলা এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন। বিজেপি তিন তালাকের বিরুদ্ধে আইন নিয়ে আসার কারণে বিজেপিকে ভোট দিয়েছিলেন ওই মহিলা। কিন্তু মহিলার স্বামী বারবার তাঁকে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে বলেছিলেন। স্বামীর সেই কথা না শুনেই তিনি বিজেপিকে ভোট দিয়েছিলেন। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এত বড় মাশুল দিতে হবে, তা ভুলেও কল্পনা করতে পারেননি ওই মহিলা। বিজেপিকে ভোট দেওয়ার কারণে বরেলি জেলার ওই মহিলা স্বামীর মারের মুখে পড়েন। তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে নির্যাতন করেছেন। এমনকী বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে ওই মহিলাকে তাঁর বাপের বাড়িতে রেখে আসা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাবতীয় কথা জানিয়েছেন ওই মহিলা।

ইতিমধ্যেই খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে জাতীয় মহিলা কমিশন। সোমবার কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা উত্তর প্রদেশ পুলিশের ডিজিকে চিঠি লিখে জানিয়ে ওই মহিলার স্বামী ও পরিবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশন পুলিশকে অভিযোগ গুলি খতিয়ে দেখার অনুরোধও করেছে। কমিশনের দাবি, মহিলার আনা যাবতীয় অভিযোগ সত্যি বলে নির্দিষ্ট ধারায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। মহিলা কমিশনের লেখা চিঠির একটি প্রতিলিপি বরেলির পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে।

আরও পড়ুন Harbhajan Singh: যাবতীয় জল্পনার অবসান, সাংসদ হিসেবেই রাজনৈতিক জীবন শুরু করতে চলেছেন হরভজন সিং!