India On Pak PM’s Remark : ইমরানের কণ্ঠে ভারতের প্রশংসা, কী বলছে দিল্লি?

India On Pak PM's Remark : সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan Prime Minister) ইমরান খানের গলায় ভারতের প্রশংসার সুর শোনা গিয়েছে। এরপরই ভারতের বিদেশ সচিব সোমবার বলেছেন যে ভারত তার বিদেশ নীতির বিভিন্ন উদ্যোগের জন্য বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে।

India On Pak PM's Remark : ইমরানের কণ্ঠে ভারতের প্রশংসা, কী বলছে দিল্লি?
গ্রাফিক্স : অভিজিৎ বিশ্বাস (টিভি৯ বাংলা)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2022 | 7:29 PM

নয়া দিল্লি : সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী (Pakistan Prime Minister) ইমরান খানের (Imran Khan) গলায় ভারতের প্রশংসার সুর শোনা গিয়েছে। ইমরান খান ভারতের স্বাধীন বিদেশ নীতির ভূয়সী প্রশংসা করেছেন। তারপরই জল্পনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে। ইমরানের এই মন্তব্য়ের পর ভারতের বিদেশ সচিব (Foreign Secretary) হর্ষ বর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla) সোমবার বলেছেন যে ভারত তার বিদেশ নীতির বিভিন্ন উদ্যোগের জন্য বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে এবং শুধুমাত্র একজন এই প্রশংসা করলে ভুল হবে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বলেছেন, “শুধুমাত্র একজন ব্যক্তি (আমাদের পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন) বললে বুল হবে। আমাদের বহু বিদেশ নীতি উদ্যোগের জন্য আমরা বিশ্বব্য়াপী প্রশংসা পেয়েছি। আমি মনে করি আমাদের রেকর্ড নিজেই কথা বলে।” প্রসঙ্গত, গতকালই ভারত নিয়ে নরম সুর শোনা গিয়েছে । পাক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এদিন ইমরান খান বলেছেন, ‘ভারতমার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোয়াড জোটের সদস্য অন্যতম সদস্য। কিন্তু তবুও ভারত নিজেকে নিরপেক্ষ বলে। নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া থেকে তেল আমদানি করছে ভারত। কারণ ভারতের বিদেশ নীতি সেদেশের জনগণের জন্য।’ ভারতের প্রশংসা করে তিনি বলেছেন, “ভারতের বিদেশ নীতি ভারতীয়দের জন্য। ম্যায় আজ হিন্দুস্তান কো দাদ দেতা হুঁ (আমি আজ ভারতকে অভিবাদন জানাই)। ভারত সবসময় একটি স্বাধীন বিদেশ নীতি বজায় রেখেছে।”

এদিন শ্রিংলা ইমরান খান প্রসঙ্গে মন্তব্য় করার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভার্চুয়াল সামিট নিয়েও বলেন। এদিন ভার্চুয়াল বৈঠকে দুই নেতা রাশিয়া-ইউক্রেন ইস্য়ু নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেছেন তাঁরা।

আরও পড়ুন : Punjab Cabinet : মন্ত্রিসভার ১১ জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা, নাম রয়েছে মুখ্যমন্ত্রী মানেরও!

আরও পড়ুন : Union Minister On PoK : ‘পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করবে মোদী সরকার,’ আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী