Uttarakhand CM : শেষ হাসি পুষ্করেরই, নিজের আসনে হেরেও উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রীর গদি ধামির নামে
Uttarakhand CM : ২২ এর বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ডে বিজেপি ভালো ফল করলেও নিজর আসনে হেরে যান পুষ্কর সিং ধামি। তা সত্ত্বেও দ্বিতীয়বারের জন্য পুষ্করেই ভরসা রাখল বিজেপি নেতৃত্ব।
দেরাদুন : উত্তরাখণ্ডে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। সেখানে বিজেপির জয়ের পরই শুরু হয় মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জল্পনা। এইবার সব জল্পনার অবসান ঘটিয়ে আজ উত্তরাখণ্ডের হবু মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলে বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বরা। মুখ্যমন্ত্রীর গদি থাকছে বিদায়ী মুখ্যমন্ত্রীর নামেই। দ্বিতীয়বারের জন্য মণিপুরের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামি। উল্লেখ্য়, ২২ এর বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ডে বিজেপি ভালো ফল করলেও নিজর আসনে হেরে যান পুষ্কর সিং ধামি। তিনি খাতিমা বিধানসভা কেন্দ্র থেকে হেরে যান। তা সত্ত্বেও দ্বিতীয়বারের জন্য পুষ্করেই ভরসা রাখল বিজেপি নেতৃত্ব। ৪৬ বছর বয়সী পুষ্কর সিং ধামির নেতৃত্বে রাজ্যে বিজেপির প্রচারের ফলেই দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। তাও আবার এইবার কোনও জোটের সঙ্গে হাত মিলিয়ে না লড়েই ভালো ফল করেছে বিজেপি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে দিল্লিতে একাধিক বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পুষ্কর সিং ধামিও। কথা মতো এদিন উত্তরাখণ্ডে এসে পৌঁছোন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষি লেখি। দেরাদুনে এদিন একটি বৈঠক বিধানসভা নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজনাথ সিং এবং মীনাক্ষি লেখি। তারপরেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে পুষ্কর সিং ধামির নাম ঘোষণা করা হয়।
মুখ্যমন্ত্রী হওয়ার ঘোড়দৌড়ে শীর্ষে ছিলেন পুষ্কর সিং ধামি। তবে সেই তালিকায় ছিলেন বিজেপির অন্যান্য নেতা। তাঁরা হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং বর্ষীয়ান নেতা সাতপাল মহারাজ। তবে তরুণ বয়সের কারণে ধামিকে আবার মুখ্যমন্ত্রী করার সম্ভাবনা আগেই ছিল। সব জল্পনা উড়িয়ে তিনিই মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে এদিন জানা গেল। প্রসঙ্গত, এই রাজ্য ঘন ঘন মুখ্যমন্ত্রী বদলের জন্য রাজ্যবাসী সহ রাজনৈতিক মহলের সমালোচনার মুখে পড়েছে বিজেপি নেতৃত্ব। গত এক বছরে তিনজন মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন। এরকম কথা মাঝে শোনা যাচ্ছিল যে, রাতে ঘুমোনোর সময় রাজ্যবাসী এক মুখ্যমন্ত্রীর নাম মুখস্থ করে ঘুমোতে যাচ্ছেন সকালে উঠে শুনছেন মুখ্যমন্ত্রী বদলে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই ভাবমূর্তি বদল করতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব।
আরও পড়ুন : Punjab Cabinet : মন্ত্রিসভার ১১ জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা, নাম রয়েছে মুখ্যমন্ত্রী মানেরও!