Sputnik Light Vaccine : তেলের পর টিকা, ভারতে তৈরি হবে রুশ স্পুটনিক লাইট
Sputnik Light Vaccine : দেশে এবার তৈরি হবে স্পুটনিক লাইট। ড্রাগ সংস্থা হেটেরো সোমবার জানিয়েছে যে এর বায়োলজিক শাখা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গ্যানাইজেশন থেকে দেশে স্পুটনিক লাইট তৈরির অনুমতি পেয়েছে।
নয়া দিল্লি : দেশে এবার তৈরি হবে স্পুটনিক লাইট (Sputnik Light)। ড্রাগ সংস্থা হেটেরো (Hetero) সোমবার জানিয়েছে যে এর বায়োলজিক শাখা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গ্যানাইজেশন (CDSCO) থেকে দেশে স্পুটনিক লাইট তৈরির অনুমতি পেয়েছে। সীমিত ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য এই এই অনুমতি পাওয়া গিয়েছে। সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, হেটেরো হল ভারতের প্রথম বায়োফার্মাসিউটিক্য়াল সংস্থা যারা প্রথম ভারতে এই টিকা প্রস্তুত এবং বাজারিকরণের জন্য অনুমতি পেল।
কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরির জন্য এই টিকা ১৮ বছরের বেশি নাগরিকদের দেওয়া যাবে। এই টিকা একটি ডোজ়েই দেওয়া হয়ে থাকে। প্রতিটি ডোজ় ০.৫ মিলির। প্রসঙ্গত, ভারতে বর্তমানে উপলব্ধ বাকি সব কোভিড টিকা দুটি ডোজ়ে দিতে হয়। স্পুটনিক লাইট হল স্পুটনিক V-এর প্রথম উপাদান (রিকম্বিন্যান্ট হিউম্যান অ্যাডিনোভাইরাস সেরোটাইপ নম্বর ২৬ (rAd26))। এটি কোভিড-১৯ এর বিরুদ্ধে বিশ্বের প্রথম নিবন্ধিত ভ্যাকসিন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (DCGI) ভারতে একক ডোজ স্পুটনিক লাইট কোভিড-১৯ টিকার জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে। হেটেরোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট এবং মেডিক্যাল অ্যাফেয়ার্স (CDMA) প্রধান শুভদীপ সিনহা বলেছেন,”স্পুটনিক লাইটের ক্লিনিক্যালল ডেটা (স্পুটনিক V-এর কম্পোনেন্ট I) কোভিড-১৯ এর বিরুদ্ধে অ্যান্টিবডিগুলির উল্লেখযোগ্যভাবে উচ্চ টাইটার দেখিয়েছে। উভয়ই গ্লাইকোপ্রোটিন নির্দিষ্ট এবং ভাইরাস-নিরপেক্ষ অ্যান্টিবডি… স্পুটনিক লাইট SARS CoV-2 ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও তার নিরপেক্ষ কার্যকলাপ দেখিয়েছে।” এর আগে স্পুটনিক-V এর ক্লিনিক্যাল ট্রায়ালগুলি বিশ্বব্যাপী অন্যান্য সাবটাইপসহ কোভিড-১৯ এর বিরুদ্ধে উল্লেখযোগ্য সুরক্ষা দেখিয়েছে।
প্রসঙ্গত, স্পুটনিক একটি রাশিয়ার সংস্থা দ্বারা প্রস্তুক টিকা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে সরব হয়েছে পশ্চিমি দেশগুলি। বিভিন্ন দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞাও জারি করছে। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছে। সেখানে ভারত প্রথম থেকেই নিরপেক্ষ অবস্থান নিয়েছে। এমনকি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদেও রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকেছে ভারত। সম্প্রতি ভারত রাশিয়ার থেকে সস্তায় অপরিশোধিত তেল আমদানিরও চুক্তি স্বাক্ষর করেছে। এরপর রাশিয়ার টিকা স্থানীয়ভাবে প্রস্তুত করার অনুমতি দিল কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা।
আরও পড়ুন : India On Pak PM’s Remark : ইমরানের কণ্ঠে ভারতের প্রশংসা, কী বলছে দিল্লি?