লখনউ: কেউ নির্যাতনের অভিযোগ জানাতে গিয়েছেন, তো কেউ পরিজনকে খুঁজে না পেয়ে, সাহায্য চাইতে পুলিশের দ্বারস্থ হয়েছেন। সেখানেই হঠাৎ সবাইকে সরিয়ে থানায় ঢুকলেন এক যুবক। চোখ মুছতে মুছতে সোজা থানার বড়বাবুর টেবিলে রাখলেন একটা মরা মুরগি। বললেন, ওর খুনের শাস্তি চাই। প্রতিবেশীর বিরুদ্ধে এখনই এফআইআর দায়ের করুন। গোটা ঘটনায় তাজ্জব পুলিশও।
নিজের পোষ্য মুরগির অস্বাভাবিক মৃত্যুর বিচার চেয়েই পুলিশের দ্বারস্থ হন উত্তর প্রদেশের যুবক। কৌশাম্বি জেলার জাওয়াই গ্রামের বাসিন্দা ওই যুবকের প্রাণের চেয়েও প্রিয় ছিল ওই মুরগিটি। তাঁর অভিযোগ, যখন কাজে বেরিয়েছিলেন, সেই সময় প্রতিবেশী ইট ছুঁড়ে তাঁর পোষ্য মুরগিটিকে মেরে ফেলে।
বাড়ি ফিরে মুরগিটিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেই প্রতিবেশীর বাড়িতে চড়াও হয় ওই যুবক। প্রতিবেশীরা তাঁকে গালিগালাজ ও মারধর করে বলেই অভিযোগ। এরপরই মুরগিটিকে নিয়ে খুনের অভিযোগ জানাতে থানায় হাজির হন। তাঁর দাবি ছিল, মুরগি খুনের অপরাধে এখনই প্রতিবেশীকে গ্রেফতার করতে হবে। পরে অনেক বুঝিয়ে ওই যুবককে শান্ত করে পুলিশ। বলা হয়, অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ভারতীয় আইন অনুযায়ী, ৫০ টাকার বেশি মূল্যের কোনও পোষ্য প্রাণীকে হত্যা করা আইনত অপরাধ। সর্বোচ্চ ৫ বছরের শাস্তি হতে পারে।