Waterlogging: ‘সোজা স্বর্গে যাবেন’, গঙ্গার জল বুক সমান পৌঁছতেই বাসিন্দাদের জ্ঞানের ‘উবাচ’ মন্ত্রীর
Viral Video: স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে থাকেন। বলেন যে বাড়িতে জল ঢুকে পড়েছে। জমা জল কতটা উঠে গিয়েছে, তা বলতেই মন্ত্রী বলেন, "গঙ্গা মাইয়া আপনাদের দরজায় এসে পা পরিষ্কার করে দিচ্ছেন।"

লখনউ: লাগাতার বৃষ্টি, তার জেরেই বাড়ছে জলস্তর। জমা জলের যন্ত্রণা ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের এই জলকষ্ট দেখতে গিয়েছিলেন মন্ত্রী। তাঁকে বুক সমান জমা জলে সমস্যার কথা জানাতেই মন্ত্রী অদ্ভুত যুক্তি দিলেন। বললেন, “মা গঙ্গা এসে পা ধুইয়ে দিচ্ছে।”
উত্তর প্রদেশের একাধিক জায়গাই জলমগ্ন। গঙ্গা, যমুনার জলস্তর হু হু করে বাড়ছে। লখনউতে জলমগ্ন এলাকা ঘুরে দেখতে গিয়েছিলেন রাজ্যের মৎস মন্ত্রী সঞ্জয় নিশাদ। কানপুর দেহাত এলাকায় পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে থাকেন। বলেন যে বাড়িতে জল ঢুকে পড়েছে। জমা জল কতটা উঠে গিয়েছে, তা বলতেই মন্ত্রী বলেন, “গঙ্গা মাইয়া আপনাদের দরজায় এসে পা পরিষ্কার করে দিচ্ছেন এবং আপনাদের সোজা স্বর্গে নিয়ে যাবেন।”
“गंगा मैया गंगा पुत्रों के पैर धोने आती हैं, आदमी सीधे स्वर्ग जाता है” – ये बयान है योगी सरकार के मंत्री संजय निषाद का।
मंत्री जी खुद लखनऊ के पॉश इलाके में रहते हैं, गंगा तो क्या नाली भी उनके दरवाज़े पर नहीं बहती।
तो क्या इसका मतलब ये निकाला जाए कि मंत्री जी सीधा..वहां जाएंगे?… pic.twitter.com/sOK3bsRu90
— UP Congress (@INCUttarPradesh) August 5, 2025
মন্ত্রীর এই মন্তব্য নিমেষে ভাইরাল হয়। সমালোচনায় সরব হয় বিরোধীরা। উত্তর প্রদেশ কংগ্রেসের তরফে মন্ত্রীর মন্তব্যের ভিডিয়ো পোস্ট করে লেখা হয়, “মন্ত্রী নিজে লখনউয়ের অভিজাত এলাকায় থাকেন। গঙ্গা ভুলে যান, একটা ড্রেনও তাঁর দরজার সামনে দিয়ে যায় না। তার মানে কি মন্ত্রী সোজা সেখানে যাবেন?”
সমাজবাদী পার্টির তরফেও সমালোচনা করে বলা হয়, “উনি বাস্তব নিয়ে ওয়াকিবহাল নন। জানেন না বন্যা দুর্গত এলাকায় সাধারণ মানুষ কীভাবে জীবনযাপন করছেন। সরকার মানুষদের পরিষেবা দিতে ব্য়র্থ হয়েছে আর মন্ত্রীরা সুযোগ খুঁজছেন।”
যদিও বিতর্ক হওয়ার পর মন্ত্রী তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, “নিশাদদের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছিলাম। সেখানেই তাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে পুণ্য অর্জনের জন্য দূর দূরান্ত থেকে গঙ্গায় ডুব দিতে আসেন, আর এখানে মা গঙ্গা নিজে তাদের দোরগোড়ায় এসেছেন। আমরা নিশাদ (সম্প্রদায়)-রা নদীতে পুজো করি। নদী আমাদের জীবনের উৎস।”

