Wife Eloping: স্বামীর সঙ্গে করওয়া চৌথের শপিং সেরে দেওরের সঙ্গে পালালেন স্ত্রী, কোলে বাচ্চা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 03, 2023 | 2:05 PM

বাড়ি ফিরে স্ত্রীর পালিয়ে যাওয়ার খবর পেয়েই যেন মাথায় বাজ পড়ে অশোকের। স্ত্রীর পালিয়ে যাওয়ার খবর পেয়ে তিনি যান মীরাটের পুলিশ সুপারের অফিসে। সেখানে গিয়ে স্ত্রীর পালিয়ে যাওয়া নিয়ে অভিযোগ জানান। স্ত্রী ও সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন পুলিশকে।

Wife Eloping: স্বামীর সঙ্গে করওয়া চৌথের শপিং সেরে দেওরের সঙ্গে পালালেন স্ত্রী, কোলে বাচ্চা
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

মীরাট: করওয়া চৌথ উপলক্ষে স্বামীর সঙ্গে বাজারে গিয়েছিলেন জিনিস কিনতে। সেই কেনাকাটি সেরে বাড়ি ফিরে আসেন। এর পর স্বামী গিয়েছিলেন কাজে। তার পর ওই মহিলা দেওরের সঙ্গে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। ১৮ মাসের সন্তানকে সঙ্গে নিয়েই দেওরের সঙ্গে পালিয়েছেন ওই বিবাহিত মহিলা। বাড়ি ফিরে ঘটনার কথা জেনেই মাথায় স্বামীর। স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মীরাটে জানি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মীরাটের জানি এলাকার বাসিন্দা অশোকের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়েছিল ২০১৯ সালে। তাঁদের ১৮ মাসের সন্তান রয়েছে। বেশ সুখেই তাঁরা সংসার করতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অশোক শ্রমিকের কাজ করতেন। করওয়া চৌথ উপলক্ষ্যে সম্প্রতি অশোকের সঙ্গে বাজার থেকে কেনাকাটি করেছিলেন প্রিয়া। তার পরই তিনি দেওর রাহুলের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ।

বাড়ি ফিরে স্ত্রীর পালিয়ে যাওয়ার খবর পেয়েই যেন মাথায় বাজ পড়ে অশোকের। স্ত্রীর পালিয়ে যাওয়ার খবর পেয়ে তিনি যান মীরাটের পুলিশ সুপারের অফিসে। সেখানে গিয়ে স্ত্রীর পালিয়ে যাওয়া নিয়ে অভিযোগ জানান। স্ত্রী ও সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন পুলিশকে। অশোকের অভিযোগ, তাঁর স্ত্রী বাড়ি থেকে ১৫ হাজার টাকার গয়না নিয়ে পালিয়েছেন। ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

Next Article