উত্তর প্রদেশের করোনা যুদ্ধে যোগীকে ‘ফুল মার্কস’ মোদীর

TV9 Bangla Digital | Edited By: সুমন মহাপাত্র

Jul 15, 2021 | 6:34 PM

মোদী বলেন, "আমি করোনা যোদ্ধাদের কাছে কৃতজ্ঞ। দেশের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছে উত্তর প্রদেশ। সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিনই কেন্দ্রের লক্ষ্য।"

উত্তর প্রদেশের করোনা যুদ্ধে যোগীকে ফুল মার্কস মোদীর
ফাইল চিত্র

Follow Us

বারাণসী: চলতি বছরে এই প্রথম নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একাধিক প্রকল্পের উদ্বোধন করতে সেখানে গিয়েছেন তিনি। আর উত্তর প্রদেশ গিয়ে করোনা যুদ্ধে যোগীকে ‘ফুল মার্কস’ দিলেন মোদী। বারাণসীতে প্রধানমন্ত্রী বলেন, “দ্বিতীয় ঢেউয়ে একদিনে সর্বোচ্চ ৩০ হাজার আক্রান্তের রেকর্ড দেখেছে উত্তর প্রদেশ। তারপরও যেভাবে ভাইরাসকে রোখা গিয়েছে তা প্রশংসনীয়।”

পাশাপাশি দেশের মধ্যে সবচেয়ে বেশি টিকারণের জন্যও উত্তর প্রদেশকে অভিনন্দন জানান তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে অন্যান্য রাজ্যের তুলনায় কিছুটা হলেও সুরক্ষিত হওয়ার পথে উত্তর প্রদেশ। কারণ, সে রাজ্যে অন্তত ৩০ শতাংশ নাগরিক করোনা টিকার দুই ডোজ় পাওয়ার পথে। কো-উইনের তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশে এ পর্যন্ত ৩ কোটি ৮৯ লক্ষ ডোজ় পেয়েছেন সে রাজ্যের মানুষ।

এ বিষয়ে মোদী বলেন, “আমি করোনা যোদ্ধাদের কাছে কৃতজ্ঞ। দেশের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছে উত্তর প্রদেশ। সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিনই কেন্দ্রের লক্ষ্য।” প্রধানমন্ত্রী প্রশংসা করলেও এর আগে করোনা মোকাবিলা নিয়ে একাধিকবার সমালোচনার মুখে পড়ছেন যোগী। উত্তর প্রদেশের গঙ্গায় মৃতদেহ ভাসা, কিংবা অক্সিজেন সঙ্কট নিয়ে তোলপাড় হয়েছে দেশ। তারপরেও মোদীর প্রশংসার পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন বিশ্লেষকদের একাংশ।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, বারাণসী থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন মোদী। কারণ, পঞ্চায়েত নির্বাচনে শিক্ষকদের করোনায় মৃত্যু নিয়ে যোগী আদিত্যনাথকে বিঁধছে সমাজবাদি পার্টি। অখিলেশ যাদব বারবার সরকারকে আক্রমণ করছেন। সেই প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর ঢালাও প্রশংসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আরও পড়ুন:‘দেশদ্রোহ ব্রিটিশ আমলের আইন, স্বাধীনতার ৭৫ বছর পরেও কেন্দ্র বাদ দিচ্ছে না কেন?’

Next Article