মেয়াদ শেষের ৫ বছর আগেই ইস্তফা UPSC-র চেয়ারপার্সনের, নিয়োগ বিতর্কের জের?

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 20, 2024 | 11:59 AM

UPSC: শনিবারই জানা যায়, ইউপিএসসির চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন মনোজ সোনি। তবে সূত্রের খবর, এক মাস আগেই রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তিনি। তবে তাঁর ইস্তফা গ্রহণ করা হবে কি না, সে সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

মেয়াদ শেষের ৫ বছর আগেই ইস্তফা UPSC-র চেয়ারপার্সনের, নিয়োগ বিতর্কের জের?
ইস্তফা দিলেন ইউপিএসসির চেয়ারপার্সন।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: ইস্তফা দিলেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারপার্সন মনোজ সোনি। মেয়াদ পূরণের ৫ বছর আগেই তিনি ইউপিএসসি-র চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিলেন। আগামী ২০২৯ সালে তাঁর পদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সম্প্রতিই আইএএস ট্রেনি পূজা খেড়করের নিয়োগ করা ঘিরে যে বিতর্ক তৈকি হয়েছে, তার জেরেই ইউপিএসসির প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আজ, শনিবারই জানা যায়, ইউপিএসসির চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন মনোজ সোনি। তবে সূত্রের খবর, এক মাস আগেই রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তিনি। তবে তাঁর ইস্তফা গ্রহণ করা হবে কি না, সে সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

ইউপিএসসির নিয়োগ নিয়ে বিতর্কের জেরেই এই ইস্তফা কি না, তা নিয়ে প্রশ্ন উঠলেও, সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়েই ইস্তফা দিয়েছেন তিনি।

২০১৭ সালে ইউপিএসসি-তে যোগ দেন মনোজ সোনি। ২০২৩ সালের ১৬ মে তাঁকে ইউপিএসসির চেয়ারপার্সন হিসাবে নিয়োগ করা হয়। ইউপিএসসিতে যোগ দেওয়ার আগে তিনি গুজরাটের দুটি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসাবে তিনবার মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতিই আইএএস ট্রেনি পূজা খেড়করের নিয়োগ ঘিরে প্রশ্নের মুখে পড়েছে ইউপিএসসি। আইএএস পদে যোগ দেওয়ার আগেই লালবাতির গাড়ি, আলাদা কেবিনের মতো দাবি করেই খবরের শিরোনামে উঠে আসেন পূজা খেড়কর। পরে অভিযোগ ওঠে, মিথ্যা তথ্য পেশ করে এবং ভুয়ো সার্টিফিকেট দিয়ে আইএএসের চাকরি পেয়েছেন পূজা। ইউপিএসসি-ও তদন্তে নামে। শুক্রবারই ইউপিএসসির তরফে জানানো হয়, পূজা খেড়কর মিথ্যা সার্টিফিকেট পেশ করে চাকরি পেয়েছিল। তাঁর নিয়োগ বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

Next Article