ওয়াশিংটন: আলফা হোক, কিংবা ডেল্টা-করোনার দুই ভ্যারিয়েন্টকেই কুপোকাত করার ক্ষমতা রয়েছে কোভ্যাক্সিনের। আমেরিকার ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথের তরফে সম্প্রতি এক গবেষণায় দারুণ ফল দেখিয়েছে ভারত বায়োটেক ও আইসিএমআরের যৌথ উদ্যোগে তৈরি এই ভ্যাকসিন।
সম্প্রতি ন্য়াশনাল ইন্সটিটিউট অব হেলথের তরফে জানানো হয়, কোভ্যাক্সিন প্রাপ্ত ব্যক্তিদের রক্তের সেরাম সংগ্রহ করে দুটি গবেষণা করা হয়েছে। তাতে দেখা যায়, এই ভ্যাকসিন বি.১.১.৭ ভ্যারিয়েন্ট, যা আলফা নামে পরিচিত এবং বি.১.৬১৭, যা ডেল্টা নামে পরিচিত, এই দুই ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধেই সক্ষম।
সম্প্রতিই কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল শেষ হয়েছে, চলতি বছরের শেষভাগেই এর ফলাফল প্রকাশ পাবে। দ্বিতীয় দফার ট্রায়ালের ফলাফলেও জানানো হয়েছিল, এই ভ্যাকসিন সম্পূর্ণ সুরক্ষিত ও করোনা সংক্রমণ প্রতিরোধে সক্ষম। তৃতীয় দফার রিপোর্ট হাতে না আসলেও সংস্থার তরফে জানানো হয়েছে, উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে ৭৮ শতাংশ ও উপসর্গহীনদের ক্ষেত্রে ৭০ শতাংশ কার্যকর এই ভ্যাকসিন। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই ভ্যাকসিন নিলে করোনা সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়া ১০০ শতাংশই রোখা যায়।
এরপরই এনআইএইচের তরফে করা গবেষণাতেও দেখা যায়, কোভ্যাক্সিন প্রাপ্ত ব্যক্তিদের রক্তের সেরামে এমন অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা আলফা ও ডেল্টা ভ্যারিয়েন্টকে রুখতে সক্ষম।
আরও পড়ুন: জোট ভাঙার জল্পনার মাঝেই গোপন সাক্ষাৎ উদ্ধব-শরদের, চরম অস্বস্তি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে