ওয়াশিংটন: জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে বসতে চলেছে জি-২০ সম্মেলন। তার দুইদিন আগেই ভারতে চলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের খবর, জি-২০ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। হোয়াইট হাউসের তরফে এই তথ্য জানানো হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর ভারতে আসছেন জো বাইডেন। উল্লেখ্য়, মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম ভারত সফর।
শুক্রবার হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, আগামী বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের উদ্দেশে রওনা দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮ সেপ্টেম্বর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।
এরপরে শনিবার ও রবিবার জি-২০ সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। ক্লিন এনার্জি ট্রানজিশন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন -একাধিক বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রনেতারা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বে যে আর্থিক ও সামাজিক প্রভাব পড়ছে, তা নিয়েও আলোচনা করা হবে। এর পাশাপাশি দারিদ্রতার সঙ্গে লড়াই করতে বিশ্ব ব্যাঙ্কের মতো বিভিন্ন মাল্টিল্যাটেরাল ডেভেলপমেন্ট ব্য়াঙ্কের ক্ষমতা বাড়ানো নিয়েও আলোচনা করবেন রাষ্ট্রনেতারা।
প্রসঙ্গত, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে বিগত কয়েক বছরে ভারত-আমেরিকার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর হয়েছে। সম্প্রতিই মার্কিন স্টেট সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট।