মুম্বই: মুম্বইয়ের যোগাযোগ ব্যবস্থার অন্যতম স্তম্ভ হল লোকাল ট্রেন। রোজ লক্ষ লক্ষ মানুষ এই পরিষেবা ব্যবহার করেন নিজেদের গন্তব্যে পৌঁছতে। ট্রেনগুলিতে ভিড়ও হয় যথেষ্ট। তবে রাত বাড়লে ভিড়ের চাপ কিছুটা হলেও হালকা হয় সেখানে। মুম্বইয়ের এই লোকাল ট্রেন আবার তিনটি ভাগে বিভক্ত। অন্য দিনের মতোই সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বইয়ের সেন্ট্রাল রেলে চলা ট্রেনে উঠেছিলেন অনেকেই। কিন্তু ট্রেনের কামরায় উঠে আসনের অবস্থা দেখে চোখ কপালে উঠে যায় যাত্রীদের। গোটা ঘটনার সঙ্গে সঙ্গে টুইটারে তুলে ধরেন তাঁরা। ট্যাগ করা হয় রেলকেও। ওই যাত্রীরা দেখেন ট্রেনের সিটে পড়ে রয়েছে ব্যবহার করা কন্ডোম। বীর্য ভর্তি সেই কন্ডোম দেখে স্বাভাবিক ভাবেই একাধিক প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। মুম্বই লোকালের যাত্রীরাও বিরক্ত এই ঘটনায়।
মুম্বইয়ের সেন্ট্রাল লাইনে রয়েছে কারি রোড স্টেশন। ২৩ জানুয়ারি সেই স্টেশনে থেকে উঠেই আসনের মধ্যে কন্ডোম দেখতে পান যাত্রীরা। সঙ্গে সঙ্গে এক যাত্রী সেই ছবি তুলে পোস্ট করেন টুইটারে। রেল কর্তৃপক্ষকেও সতর্ক করা হয় সেই পোস্টের মাধ্যমে। ওই যাত্রীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে। ট্রেনের কামরার ওই আসনে কেউ বসেননি। সেটি খালি পড়ে রয়েছে। উল্টোদিকে অবশ্য লোক বসে রয়েছে। ট্রেনের ওই সিটে জানলার ধারে পড়ে রয়েছে ব্যবহৃত কন্ডোম। তার পাশে একটি রুমালও পড়ে থাকতে দেখা গিয়েছে। ওই ব্যক্তি এই ছবি পোস্ট করে টুইটে লিখেছিলেন, “ট্রেনের ভিতরের দৃশ্য। একটি ব্যবহৃত কন্ডোম।” এর পর মুম্বই সেন্ট্রাল রেলের ডিআরএম-কে ট্যাগ করে দেখা হয়েছে, ট্রেন কারি রোড স্টেশন ছাড়ল।
Well, what a sight. A used condom. Hello @drmmumbaicr, @RailMinIndia, @Central_Railway.This is 9.40 #Ambernath slow local. Trainhas crossed #CurreyRoad. @mumbairailusers. pic.twitter.com/C9tzNVB0Qf
— mazdur (@cinemaausher) January 23, 2023
তবে ট্রেন একের পর এক স্টেশন পেরিয়ে গেলেও অবস্থার পরিবর্তন হয়নি বলে অভিযোগ। ওই স্থলেই পড়েছিল সেই কন্ডোম। ট্রেন দমবিভলি স্টেশনে ফের টুইট করেন ওই ব্যক্তি। এবং তিনি জানান, এখনও ট্রেনের আসনে ওই ভাবেই পড়ে রয়েছে ব্যবহৃত কন্ডোম।