Uttar Pradesh: মদ-গাঁজায় চুর সদ্য বিবাহিত স্ত্রী, মোক্ষম কামড়ে স্বামীর বুক করলেন রক্তাক্ত, তারপর…

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 21, 2022 | 11:04 PM

Uttar Pradesh: মদ গাঁজায় চূড় স্ত্রী, স্বামীর বুকে দিলেন মোক্ষম কামড়। রক্তাক্ত স্বামী পুলিশ ডাকলেন বাড়িতে। তারপর কী ঘটল?

Uttar Pradesh: মদ-গাঁজায় চুর সদ্য বিবাহিত স্ত্রী, মোক্ষম কামড়ে স্বামীর বুক করলেন রক্তাক্ত, তারপর...
প্রতীকী ছবি

Follow Us

লখনউ: স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-মত বিরোধ হয়েই থাকে। পৃথিবীর ইতিহাসে বোধহয় এমন কোনও দম্পতি নেই, যাদের মধ্যে কখনও ঝগড়া হয়নি। কিন্তু, তাই বলে বরকে কামড়ে রক্তাক্ত করে দিচ্ছেন বউ, এমন ঘটনা রোজ রোজ শোনা যায় না। চমকপ্রদ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলায়। নতুন বিয়ে করেছেন। স্ত্রীকে নিয়ে কোথায় মধুর সময় কাটাবেন। তা নয়, আলিগড়ের এক যুবকের কাছে তার সদ্যবিবাহিত স্ত্রী হয়ে উঠেছেন মাথাব্যথার কারণ। স্ত্রীর কামড়ে গুরুতর আহত যুবক, এখন সাহায্যের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন। ‘বিষাক্ত স্ত্রী’র হাত থেকে রেহাই পেতে চাইছেন তিনি। আসুন জেনে নেওয়া যাক পুরো ঘটনাটা।

ওই যুবকের বাড়ি আলিগড়ের জট্টারি শহরের টাপ্পল থানা এলাকায়। খুব বেশিদিন হয়নি তাঁর বিয়ে হয়েছে। কিন্তু যুবকের অভিযোগ, তাঁর স্ত্রী নানা ধরনের নেশার দ্রব্য সেবন করেন। বিশেষ করে তিনি নিয়মিত মদ ও গাঁজা সেবন করে থাকেন। তারপর, নেশাগ্রস্ত অবস্থায় যুবকের সঙ্গে ঝগরা করেন, এবং তাঁকে মারধরও করেন। এই নিয়ে তাঁদের বাড়িতে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকে।

শনিবার (২০ অগস্ট) গভীর রাতে অবস্থা চরমে পৌঁছায়। যুবকের অভিযোগ, তিনি ঘুমিয়ে পড়েছিলেন। স্ত্রী প্রতিদিনের মতোই নেশা করছিলেন। রাত ১২টার তাঁকে গভীর ঘুম থেকে জাগিয়ে দেন তাঁর স্ত্রী। তারপর শুরু হয় ঝগড়া ও মারধর। স্ত্রী তাঁর মাথা দেওয়ালে ঠুসে দেয় বলেও অভিযোগ করেছেন যুবক। তাতে, স্ত্রীর হাতের চুড়িও ভেঙে গিয়েছিল। এরপর, যুবককে চেপে ধরে, তাঁর হাত এবং বুকে দাঁত দিয়ে অত্যন্ত খারাপভাবে কামড় দেন তাঁর স্ত্রী। এমনটাই দাবি করেছেন ওই যুবক। কামড়ের ফলে তাঁর বুকে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে।

যুবকের আরও দাবি, তাঁর বৃদ্ধ বাবাকে হত্যার হুমকিও দিয়েছিল নেশায় চূড় হয়ে থাকা স্ত্রী। এরপরই ওই যুবক ১১২ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যুবকের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। সদ্য বিবাহিত স্ত্রীর হাত থেকে পরিত্রাণের দাবি জানান ওই যুবক। এর জন্য তিনি বিচ্ছেদ চেয়েছেন। ওই যুবক বলেন, “আমার বিষাক্ত স্ত্রীর হাত থেকে রেহাই চাই। আমি আর পারছি না।” পুলিশ অবশ্য জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত করে, সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।

Next Article