Ayodhya Ram Mandir: রাম মন্দির দর্শনে যাবেন? রইল অযোধ্যার একগুচ্ছ বিমান-ট্রেন রুটের হদিস

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 27, 2023 | 12:18 PM

Ayoydhya Connectivity: ইতিমধ্যেই অযোধ্যায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। মুম্বই থেকে অযোধ্যা অবধি বিমান পরিষেবা ঘোষণা করেছে ইন্ডিগো সংস্থা। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মুম্বই-অযোধ্যা বিমান পরিষেবা। এছাড়া ৬ জানুয়ারি থেকে দিল্লি থেকে অযোধ্যা  অবধি বিমান পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো।

Ayodhya Ram Mandir: রাম মন্দির দর্শনে যাবেন? রইল অযোধ্যার একগুচ্ছ বিমান-ট্রেন রুটের হদিস
রাম মন্দির যাবেন কীভাবে?
Image Credit source: TV9 Bangla

Follow Us

অযোধ্যা: অবসান হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। নতুন বছরেই উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir)। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মন্দির নির্মাণের। তবে শুধু মন্দিরের নির্মাণই নয়, রাম মন্দিরে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থার উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। অযোধ্য়ায় (Ayoydhya) তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর। নতুন বছর থেকেই দেশের বিভিন্ন শহর থেকে অযোধ্যা অবধি বিমান পরিষেবা চালু হবে। পাশাপাশি রেল পরিষেবার উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। আগামী ৩০ ডিসেম্বরই অযোধ্যা রুটে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসও (Vande Bharat Express)।

আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালাকে কোলে করে মন্দিরের গর্ভগৃহে স্থাপন করবেন। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশ থেকে ৬ হাজারেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকাতে রয়েছেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে বলিউডের তাবড় তাবড় অভিনেতা, সাধু-সন্ন্যাসীরাও।

তবে যোগী সরকার শুধুমাত্র রাম মন্দির নির্মাণের উপরই নজর নয়, অযোধ্যায় আসার জন্য় পরিবহন ব্যবস্থার উপরও বিশেষ নজর দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, দেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ শহর থেকে অযোধ্যার জন্য বিমান পরিষেবা চালু হতে চলেছে।

ইতিমধ্যেই অযোধ্যায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে। মুম্বই থেকে অযোধ্যা অবধি বিমান পরিষেবা ঘোষণা করেছে ইন্ডিগো সংস্থা। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মুম্বই-অযোধ্যা বিমান পরিষেবা। এছাড়া ৬ জানুয়ারি থেকে দিল্লি থেকে অযোধ্যা  অবধি বিমান পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো। ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে আহমেদাবাদ-অযোধ্যা ইন্ডিগো ফ্লাইট।

৩০ ডিসেম্বর থেকে দিল্লি-অযোধ্যা বিমান পরিষেবা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও। অযোধ্যাকে  দেশের বাকি শহরের সঙ্গে যুক্ত করতে একাধিক কানেক্টিং ফ্লাইট ঘোষণা করেছেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। অযোধ্যায় ‘স্টপেজ’ দিয়ে কানেক্টিং ফ্লাইট চলবে ভুবনেশ্বর, গুয়াহাটি, বেঙ্গালুরু, গোয়া, গোয়ালিয়ার, জয়পুর, পুণে, সুরাট, শ্রীনগর, এমনকী শারজা রুটেও।

বিমান পরিষেবার পাশাপাশি রেলপথেও যোগাযোগ বাড়ানো হবে ধীরে ধীরে। আগামী ৩০ ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে অযোধ্যা-নয়া দিল্লি বন্দেভারত এক্সপ্রেসের।

Next Article
Liquor Tetra Pack: ঝক্কি শেষ, জ্যুসের মতোই কাগজের বোতলে এবার বিক্রি হবে মদ
Bharat Nyay Yatra: মণিপুর থেকে মুম্বই- রাহুলের নেতৃত্বে এবার ভারত ন্যায় যাত্রা, কবে থেকে শুরু?