Bharat Nyay Yatra: মণিপুর থেকে মুম্বই- রাহুলের নেতৃত্বে এবার ভারত ন্যায় যাত্রা, কবে থেকে শুরু?

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 27, 2023 | 12:35 PM

Congress: গতবার যেমন দক্ষিণ থেকে উত্তর ভারতকে জুড়েছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা, এবার তা পূর্ব থেকে পশ্চিম ভারতকে জুড়বে। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে ভারত ন্যায় যাত্রা। কংগ্রেসের এবারের জনসংযোগ যাত্রা শুরু হবে হিংসাবিধ্বস্ত মণিপুর থেকে।

Bharat Nyay Yatra: মণিপুর থেকে মুম্বই- রাহুলের নেতৃত্বে এবার ভারত ন্যায় যাত্রা, কবে থেকে শুরু?
ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী। ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। জোরকদমে চলছে নির্বাচন প্রচারের প্রস্তুতি। একদিকে যেখানে বিজেপির লোকসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার হতে চলেছে অযোধ্যার রাম মন্দির (Ram Mandir), সেখানেই কংগ্রেসের (Congress) প্রচারে ভরসা হবে ভারত জোড়ো যাত্রা ২.০। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বেই আবার শুরু হতে চলেছে জনসংযোগ যাত্রা। তবে এবার আর ভারত জোড়ো যাত্রা  নয়, এবার কংগ্রেসের জনসংযোগ যাত্রার নাম হতে চলেছে ভারত ন্যায় যাত্রা (Bharat Nyay Yatra)। আগামী ১৪ জানুয়ারি থেকে ভারত ন্যায় যাত্রা শুরু হতে চলেছে। ভারত ন্যয় যাত্রা শুরু হবে হিংসাবিধ্বস্ত মণিপুর (Manipur) থেকে। শেষ হবে মুম্বইয়ে (Mumbai) এসে।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, গতবার যেমন দক্ষিণ থেকে উত্তর ভারতকে জুড়েছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা, এবার তা পূর্ব থেকে পশ্চিম ভারতকে জুড়বে। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে ভারত ন্যায় যাত্রা। কংগ্রেসের এবারের জনসংযোগ যাত্রা শুরু হবে হিংসাবিধ্বস্ত মণিপুর থেকে। মোট ১৪টি রাজ্যের ৮৫টি জেলার মধ্যে দিয়ে গিয়ে আগামী ২০ মার্চ তা শেষ হবে মুম্বইয়ে।

এবারও কংগ্রেসের জনসংযোগ যাত্রার নেতৃত্বে থাকবেন সাংসদ রাহুল গান্ধী।  মণিপুর থেকে শুরু করে নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর প্রদেশ, মধ্য় প্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাট হয়ে মহারাষ্ট্রে শেষ হবে ভারত ন্য়য় যাত্রা। মোট ৬২০০ কিলোমিটার পায়ে হেঁটে অতিক্রম করবেন রাহুল গান্ধী। ১৪ জানুয়ারি মণিপুর থেকে এই যাত্রার সূচনা করবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

শুধু পায়ে হেঁটে নয়, ভারত ন্যয় যাত্রায় বাসও থাকবে। আরও বেশি সংখ্যক মানুষ যাতে এবার কংগ্রেসের জনসংযোগ যাত্রায় অংশ নিতে পারেন, তার জন্যই বাসের ব্যবস্থা করা হবে।

Next Article
Ayodhya Ram Mandir: রাম মন্দির দর্শনে যাবেন? রইল অযোধ্যার একগুচ্ছ বিমান-ট্রেন রুটের হদিস
Chennai: ঝাঁঝালো গন্ধে কেউ করছেন বমি, কেউ অজ্ঞান; মাঝরাতে ছড়াল গ্যাস আতঙ্ক