করোনার তৃতীয় ঢেউয়ের আগে ১০ বছরের কম বয়সী শিশুদের বাবা-মা’কে ভ্যাকসিন

arunava roy |

May 23, 2021 | 6:35 PM

শিশুদের (Childrens) পরিবারকে ভ্যাকসিন দেওয়ার ভাবনা

করোনার তৃতীয় ঢেউয়ের আগে ১০ বছরের কম বয়সী শিশুদের বাবা-মাকে ভ্যাকসিন
ফাইল চিত্র।

Follow Us

করোনার (Covid-19) দ্বিতীয় ঢেউয়ে বেসামাল সারা দেশ। এক রিপোর্ট অনুযায়ী এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। এই পরিস্থিতি নাকি ভারতের কাটিয়ে উঠতে আনুমানিক আড়াই বছর সময় লাগবে। জানা গিয়েছে, এর পর দেশের বুকে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। চিকিৎসকদের একাংশের মতে কোভিডের তৃতীয় ঢেউয়ে বেশি আক্রান্ত হবে শিশুরা (Childrens)।

এমন পরিস্থিতিতে উত্তরপ্রদেশের সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে চলেছে। ১০ বছরের কম শিশুদের বাবা-মা’কে ভ্যাকসিন দেওয়ার কথা ভেবেছে সরকার। শনিবার এক প্রেস কনফারেন্সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই পরিকল্পনার কথা জানান। তাঁর কথায়, মারণ ভাইরাস থেকে সুরক্ষা দিতে ১০ বছরের নীচে শিশুদের পরিবারকে ভ্যাকসিন দেওয়ার কথা ভাবা হয়েছে।

চলতি মাসের ১ তারিখ থেকে ১৮-৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া চালু হয়েছে। সেই সঙ্গে চলছে ৮৫ বছরের বেশি বয়সীদের টিকাকরণ। এরই মধ্যে জানা গিয়েছে, করোনার তৃতীয় ঢেউ প্রভাব ফেলতে পারে শিশুদের ওপর। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আগে। শিশুরাই দেশের ভবিষ্যৎ। করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের সুরক্ষা দিতে মরিয়া সকলেই। পরিস্থিতির কথা মাথায় রেখে ১০ বছরের নীচে শিশুদের বাবা মা ও আত্মীয়স্বজনকে টিকাকরণের কথা ভেবেছে যোগী সরকার।

Next Article