দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে বৈঠক শেষ, কোন সিদ্ধান্তে সিলমোহর?

সুমন মহাপাত্র |

May 23, 2021 | 5:48 PM

জুলাইয়ের ১৫ তারিখ থেকে পরীক্ষা শুরু করার ও সেপ্টেম্বরের ৫ তারিখের মধ্যে পরীক্ষা শেষ করার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় বোর্ড।

দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে বৈঠক শেষ, কোন সিদ্ধান্তে সিলমোহর?
ছবি - টুইটার

Follow Us

নয়া দিল্লি: করোনা (COVID) আবহে স্থগিত দ্বাদশ শ্রেণি- সহ একাধিক প্রবেশিকা পরীক্ষা। এই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা সম্ভব, তা ঠিক করতে রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় শিশু ও নারী সুরক্ষা উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। বৈঠকে স্থির হয়েছে পরীক্ষার দিন জানা যাবে পয়লা জুন।

কেন্দ্রীয় শিক্ষা বোর্ড বৈঠকে দু’টি প্রস্তাব নিয়ে এসেছিল। প্রথমত, ৩ মাস ধরে পরীক্ষা নেওয়ার প্রস্তাব। যেখানে একমাস ধরে পরীক্ষার প্রস্তুতি হবে ও পরবর্তী দুই মাসে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশিত হবে। সেখানে বলা হয়েছিল পরীক্ষা হবে স্রেফ মূল বিষয়গুলির। সেখান থেকে অন্যান্য বিষয়গুলির নম্বর বিন্যাস হবে। অন্য প্রস্তাবে বলা হয়েছিল, শুধুমাত্র একটি ভাষা ও তিনটি অন্য বিষয়ে পরীক্ষা হবে। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার বিষয়ও বৈঠকে আলোচিত হয়েছে।

সে ক্ষেত্রে জুলাইয়ের ১৫ তারিখ থেকে পরীক্ষা শুরু করার ও সেপ্টেম্বরের ৫ তারিখের মধ্যে পরীক্ষা শেষ করার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় বোর্ড। কেন্দ্রের প্রস্তাবের পাশাপাশি একাধিক রাজ্য নিজস্ব মতামত জানিয়েছে। তবে পরিস্থিতি বুঝে পরীক্ষা নেওয়ার পক্ষেই সওয়াল করেছে রাজ্যগুলি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইট করে জানিয়েছেন, অত্যন্ত সফল মিটিং হয়েছে। ২৫ মে এর মধ্যে প্রত্যেক রাজ্যকে লিখিত পরামর্শ পাঠাতে অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি তিনি এ-ও স্পষ্ট করেছেন, পড়ুয়া ও শিক্ষকদের স্বাস্থ্য সবার আগে।

আরও পড়ুন: ইয়াস মোকাবিলায় তৈরি রাজ্য, ‘মানুষের কাছে পৌঁছনোর’ বার্তা প্রধানমন্ত্রীর

Next Article