ইয়াস মোকাবিলায় তৈরি রাজ্য, ‘মানুষের কাছে পৌঁছনোর’ বার্তা প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় ইয়াস-এর মোকাবিলায় জোর কদমে প্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি নজরে রাখছেন।

ইয়াস মোকাবিলায় তৈরি রাজ্য, 'মানুষের কাছে পৌঁছনোর' বার্তা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: ANI
Follow Us:
| Updated on: May 23, 2021 | 2:24 PM

নয়া দিল্লি: মানুষের কাছে পৌঁছন, ভরসা জোগান, সময় মতো নিরাপদ স্থানে নিয়ে আসুন আর বিদ্যুত বিপর্যয়ের দিকে খেয়াল রাখুন। ইয়াস ঘূর্ণিঝড় (Yaas Super Cyclone) মোকাবিলায় বৈঠক শেষে এই পরামর্শগুলোই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ মে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। তার আগেই বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে জরুরি বৈঠক করেন মোদী। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবাও।

বিপর্যয় মোকাবিলা দফতর ছাড়াও উক্ত বৈঠকে ছিলেন বিদ্যুৎ ও টেলিকম দফতরের আধিকারিকরা। কেন্দ্র জানিয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬৫টি দলকে মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশায়। আরও ২০টি দল তৈরি রয়েছে। বাংলাদেশে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিএসএফ। সেনাবাহিনী, নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীকেও তৈরি রাখা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় ইয়াস-এর মোকাবিলায় জোর কদমে প্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি নজরে রাখছেন। শনিবারই সমস্ত শীর্ষ আধিকারিক, জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

নবান্নের পাশে প্রশাসনিক ভবন উপান্নতে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি। এনডিআরএফ টিম পৌঁছে গিয়েছে জেলায় জেলায়। বেশ কয়েকটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। আপৎকালীন ফোন নম্বরও দেওয়া হয়েছে। সেগুলো হল— ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬।

আরও পড়ুন: ‘টিকা কিনতে গেলে তো দেউলিয়া হয়ে যাব’, করোনা মোকাবিলায় কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট সোরেন