Corona Cases and Lockdown News: দিল্লির পর হরিয়ানা, আগামী ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা খট্টর সরকারের

সুমন মহাপাত্র | Edited By: সৈকত দাস

May 23, 2021 | 11:55 PM

দেশে ক্রমশ বাড়ছে সুস্থতার হার, কমছে আক্রান্ত ও সক্রিয় রোগীর সংখ্যা।

Corona Cases and Lockdown News: দিল্লির পর হরিয়ানা, আগামী ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা খট্টর সরকারের
দিল্লিতে এক যুবতীর নমুনা সংগ্রহ করা হচ্ছে। ছবি:PTI

Follow Us

দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। অন্যদিকে, একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ১০২ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ৬৫ লক্ষ ৩০ হাজার ১৩২-এ। এখনও অবধি মোট সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৩৪ লক্ষ ২৫ হাজার ৪৬৭ জন। সংক্রমণের জেরে মেট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ২৬৬। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লক্ষ ৫ হাজার ৩৯৯।

দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ অনেকটাই কমে এসেছে বর্তমানে। ক্রমশ বাড়ছে সুস্থতার হার, কমছে আক্রান্ত রোগীর সংখ্যাও। তবে মৃত্যুহার এখনও সেভাবে কমেনি বললেই চলে। এই পরিস্থিতিতেই ফের মাথা চাড়া দিয়ে উঠছে টিকা সঙ্কট। শনিবার পর্যাপ্ত পরিমাণ টিকা না থাকায় বন্ধ হয়ে যায় পুণের একাধিক করোনা টিকাকরণ কেন্দ্র। সোমবার থেকে দিল্লিতেও ১৮ উর্ধ্বদের টিকাকরণ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 May 2021 09:06 PM (IST)

    কোভিড মৃত্যুতে আমেরিকা, ব্রাজিলের পরই ভারত, দ্বিতীয় ঢেউয়ে মৃতের সংখ্যা ছাড়াল ৩ লক্ষ

    কোভিড মৃত্যুতে আমেরিকা, ব্রাজিলের পরই জায়গা ভারতের। দ্বিতীয় ঢেউয়ে মৃতের সংখ্যা ছাড়াল ৩ লক্ষ। গত কয়েক সপ্তাহ ধরে ভারেত দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াচ্ছে দু’ লাখের ওপর। মৃত্যুর সংখ্যা ৩ হাজারের ওপর। এই প্রেক্ষিতে আশঙ্কাজনক পরিসংখ্যান জানা গেল। এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর সবচেয়ে বেশি করোনা আক্রান্তের মৃত্যু ভারতেই।

  • 23 May 2021 07:23 PM (IST)

    হরিয়ানায় বাড়ল লকডাউনের মেয়াদ, ৩১ মে পর্যন্ত দোকান খোলা হবে জোড়-বিজোড় ফর্মুলায়

    করোনা বিধ্বস্ত হরিয়ানায় লকডাউনের মেয়াদ বৃদ্ধি। আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন জারি করল হরিয়ানা সরকার। দোকান বাজার খোলা থাকবে জোড়-বিজোড় ফর্মুলায়। তবে শপিং মল খুলছে না ৩১ মে পর্যন্ত। রবিবার এই ঘোষণা করলেন হরিয়ানা রাজ্যের মুখ্য সচিব বিজয় বর্ধন।

    ৩ মে প্রথম এক সপ্তাহের জন্য লকডাউন জার করে মনোহরলাল খট্টর সরকার। তার পর ১০ মে-র পর ফের এক সপ্তাহের জন্য লকডাউন জারি হয়। করোনা সংক্রমণের গতির উপর নজর রেখে চতুর্থবারের জন্য লকডাউনের মেয়াদ বাড়াল হরিয়ানা সরকার।  সোমবার ৫ টা থেকে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন কার্য়কর করার সিদ্ধান্ত ঘোষণা হল এদিন।


  • 23 May 2021 06:59 PM (IST)

    এবার দুয়ারে অক্সিজেন নিয়ে হাজির হলেন দিলীপও

    বিজেপি রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদের এই উদ্যোগে মেদিনীপুর বিধানসভা এলাকায় রবিবার থেকেই শুরু হল ‘অক্সিজেন অন হুইলস’ পরিষেবা। পাশাপাশি ৫০০ জনের আহারের ব্যবস্থা করা হয়েছে সাংসদের উদ্যোগে। যে সমস্ত কোভিড আক্রান্ত মানুষের অক্সিজেনের প্রয়োজন হবে তাঁরা টোল ফ্রি নম্বারে ফোন করলে বাড়িতেই পৌঁছে যাবে সিলিন্ডার, এমনটাই আশ্বাস দিয়েছেন সাংসদ দিলীপ ঘোষের প্রতিনিধি পারিজাত চক্রবর্তী।

    বিস্তারিত পড়ুন: এবার দুয়ারে অক্সিজেন নিয়ে হাজির হলেন দিলীপও 

  • 23 May 2021 02:31 PM (IST)

    কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

    করোনা মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর অভিযোগ, “করোনা সংক্রমণকে জাতীয় স্তরের সমস্যা বলে মনে করছে না কেন্দ্র, আবার রাজ্যগুলিকে নিজেদের পদ্ধতিতে পরিস্থিতি মোকাবিলার স্বাধীনতাও দিচ্ছে না।”

    বিস্তারিত পড়ুন: ‘টিকা কিনতে গেলে তো দেউলিয়া হয়ে যাব’, করোনা মোকাবিলায় কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট সোরেন

  • 23 May 2021 02:30 PM (IST)

    মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনার সূচনা উত্তরাখণ্ডে

    করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে অভিভাবকহীন পড়েছে বহু শিশুই। তাদের ভরণপোষণের জন্য বিশেষ উদ্যোগ নিল উত্তরাখণ্ড সরকার। শনিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat) “মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা” (Mukhyamantri Vatsalya Yojana)-র সূচনা করেন, যার মাধ্যমে প্রতি মাসে অভিভাবকহীন শিশুরা মাসিক তিন হাজার টাকা অর্থ সাহায্য পাবেন।

    বিস্তারিত পড়ুন: করোনায় অভিভাবকহীন শিশুদের জন্য বিশেষ উদ্যোগ উত্তরাখণ্ড সরকারের, মিলবে মাসিক ভাতা, চাকরিতে সংরক্ষণ

  • 23 May 2021 02:29 PM (IST)

    দিল্লিতে ফের বাড়ল লকডাউনের মেয়াদ

    রাজধানীতে হু হু করে ছড়াচ্ছিল করোনা (COVID) সংক্রমণ। এরপরই বেলাগাম সংক্রমণে লাগাম টানতে লকডাউন ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সুফলও মিলেছে হাতেনাতে। তাহলে কবে ‘আনলক’ হবে দিল্লি? এর আগে এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে নামলে তুলে নেওয়া হবে লকডাউন। কিন্তু পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে নামার পরে আরও ১ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিলেন তিনি।

    বিস্তারিত পড়ুন: আরও ১ সপ্তাহ বাড়ল লকডাউন, কোন শর্তে দিল্লি ‘আনলক’ করবেন কেজরীবাল?

  • 23 May 2021 02:25 PM (IST)

    মৃত চিকিৎসকের পরিবারকে ১ কোটি টাকা অর্থ সাহায্য কেজরীবালের

    করোনা সংক্রমিত দিল্লিবাসীদের বাঁচাতে একটানা লড়াই চালিয়ে যাচ্ছিলেন জিটিবি হাসপাতাল(GTB Hospital)-র সর্বকনিষ্ঠ চিকিৎসক আনাস মুজাহিদ। কিন্তু অচিরেই তাঁর শরীরেও বাসা বাঁধে করোনা। সংক্রমণের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মৃত্যু হয় তাঁর। সেই করোনা যোদ্ধার পরিবারের পাশে দাড়ালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। শনিবার ওই চিকিৎসকের বাড়িতে গিয়ে এক কোটি টাকার অর্থ সাহায্য আনাসের বাবার হাতে তুলে দেন।

    বিস্তারিত পড়ুন: করোনা যুদ্ধে দিল্লির চিকিৎসকের মৃত্যু, ১ কোটির অর্থ সাহায্য মুখ্যমন্ত্রী কেজরীবালের

  • 23 May 2021 02:23 PM (IST)

    অফিস থেকেই টিকা নিতে পারবেন পরিবারের সদস্যরাও

    সারা দেশে চলছে টিকাকরণ। কিন্তু ভ্যাকসিন সঙ্কটের জেরে সেই গতি কিছুটা শ্লথ। এই পরিস্থিতিতে নানবিধ উপায়ে টিকাকরণে গতি বৃদ্ধি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কর্মক্ষেত্রেই যাতে চাকুরিজীবীরা টিকা পান, তার জন্য অফিসে করোনা টিকাকরণ কেন্দ্র খোলার পরামর্শ দিয়েছিল কেন্দ্র। এ বার নয়া নির্দেশিকা দিয়ে কেন্দ্র জানিয়েছে, অফিসের করোনা টিকাকরণ কেন্দ্রে টিকা নিতে পারবেন চাকুরিজীবীর পরিবারের সদস্যরাও।

    বিস্তারিত পড়ুন: অফিসেই টিকা পাবেন কর্মচারীর পরিবারের সদস্যরা, নয়া নির্দেশিকা কেন্দ্রের

  • 23 May 2021 10:50 AM (IST)

    রেমডেসিভির কালোবাজারিতে জাতীয় নিরাপত্তা আইনে মামলা

    করোনাকালে কালোবাজারি রুখতে আরও কঠোর হল যোগী প্রশাসন। করোনার জীবনদায়ী ওষুধ রেমডেসিভির (Remdesivir) নিয়ে যাঁরা কালোবাজারি করছেন, তাঁদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে (National Security Act) মামলা দায়ের করা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। শনিবার তিনি এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেন।

    বিস্তারিত পড়ুন: রেমডেসিভিরের কালোবাজারি রুখতে বড় সিদ্ধান্ত যোগীরাজ্যে, জাতীয় নিরাপত্তা আইনে দায়ের করা হবে অভিযোগ

  • 23 May 2021 10:48 AM (IST)

    মহারাষ্ট্রে একদিনেই সুস্থ ৪০ হাজার, কমছে করোনা আক্রান্তের সংখ্যা

    মহারাষ্ট্রে কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১৩৩ জন। সেখানেই সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ২৯৪ জন। অন্যদিকে একদিনেই সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৬৮২ জনের।

  • 23 May 2021 10:42 AM (IST)

    মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, প্রমাণ করল কেরলের স্বাস্থ্যকর্মীরা

    শুক্রবার পালাক্কাড জেলার আট্টাপাডি জঙ্গলের মধ্যে বসবাসকারী একটি আদিবাসী জনগোষ্ঠীর কাছ থেকে ফোন পান ত্রিশুরের পুথুর স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা। সাতজনের জ্বর শুনেই ছুটে যান স্বাস্থ্যকর্মীরা। কিন্তু যাত্রাপথ অত সহজ নয়, ভবানী নদীর তীরে গাড়ি পৌঁছলেও বাকি রাস্তা হেঁটেই যেতে হবে। সেই মতোই বাধা পেরিয়েই নদী টপকে জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের কাছে পৌঁছে গেলেন স্বাস্থ্যকর্মীরা। তাঁদের এই কাজকে কুর্নিশ জানিয়েছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

    বিস্তারিত পড়ুন: কোমর সমান জলেও পরোয়া নেই, এক ফোনেই নদী টপকে আদিবাসীদের কাছে পৌঁছলেন কেরলের স্বাস্থ্যকর্মীরা

  • 23 May 2021 10:40 AM (IST)

    উত্তরাখণ্ডে চিন্তা বাড়াচ্ছে শিশুদের মধ্যে করোনা সংক্রমণ

    উত্তরাখণ্ডে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক কারণ করোনা সংক্রমিত হচ্ছেন শিশুরাও। রাজ্যের কোভিড কন্ট্রোল রুম মারফত জানা গিয়েছে, নয় বছরের নীচে ২০৪৪ জন শিশু ও ১০ থেকে ১৯ বছরের মোট ৮৬৬১ জন শিশু করোনা আক্রান্ত হয়েছেন বিগত ২০ দিনের মধ্যে।

     

  • 23 May 2021 10:36 AM (IST)

    মুম্বইয়ে আজ বন্ধ করোনা টিকাকরণ

    রবিবার টিকা পাবেন না মুম্বইবাসীরা। বৃহ্নমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে শনিবারই এই কথা টুইট করে জানানো হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, সোমবার কখন থেকে টিকাকরণ হবে, তাও টুইট করে জানিয়ে দেওয়া হবে।

    বিস্তারিত পড়ুন: ঘাটতি নয়, রবিবার ‘অন্য কারণে’ করোনা টিকা পাবেন না মুম্বইবাসী!

  • 23 May 2021 10:34 AM (IST)

    ঝাড়খণ্ডে করোনা সংক্রমণে একদিনেই মৃত্যু ৪১ জনের

    ঝাড়খণ্ডে করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭ জন, মৃত্যু হয়েছে ৪১ জনের। অন্যদিকে একই দিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৯২৯ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২২ হাজার ৫৬৬।

     

  • 23 May 2021 10:31 AM (IST)

    লকডাউনে ওষুধ কিনতে বেরনোয় জুটল জেলাশাসকের চড়

    লকডাউনের মধ্যে বেরিয়েছিলেন ওষুধ কিনতে, জুটল কেবল পুলিশের মারধর। কাগজপত্র দেখানো সত্ত্বেও ওই ব্যক্তিকে জেলা আধিকারিক চড় মারেন ও পুলিশকর্মীদের লাঠির বাড়ি মারতে নির্দেশ দেওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল সমালোচনার ঝড় ওঠে। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের সুরজপুরে।

    বিস্তারিত পড়ুন: ভিডিয়ো: লকডাউনে ওষুধ কিনতে বেরনোর ‘অপরাধে’ জুটল বেধড়ক মার, চড় মারলেন জেলাশাসকও

  • 23 May 2021 10:28 AM (IST)

    মিউকরমাইকোসিসকে মহামারী ঘোষণা উত্তরাখণ্ড সরকারের

    ঋষিকেশের এইমসেই ৬১ জন রোগীর দেহে মিলল মিউকরমাইকোসিসের খোঁজ। এই নিয়ে উত্তরাখণ্ডে মোট ৬৫ জন রোগীর দেহে এই ছত্রাক সংক্রমণের খোঁজ মিলল। অল্প কয়েকদিনের মধ্যেই ক্রমাগত সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উত্তরাখণ্ড সরকারের তরফে এই সংক্রমণকে মহামারী বলে ঘোষণা করা হল।

     

  • 23 May 2021 09:08 AM (IST)

    করোনা রোগীদের কাছে বাড়ির খাবার পৌঁছে দিচ্ছে হায়দরাবাদের সংস্থা

    করোনা রোগী ও অন্যান্য দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব নিল এক এনজিও। হায়দরাবাদের ওই এনজিও ২৫৯ জন করোনা রোগী ও দুঃস্থ মানুষদের পাশাপাশি বিভিন্ন হাসপাতালেও বাড়ির খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। সব মিলিয়ে প্রতিদিন প্রায় ৬০০ জনেরও বেশি মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে ওই অলাভজনক সংস্থা।