লখনউ: বাবার হাতেই নির্যাতনের শিকার মেয়ে। স্ত্রীর মৃত্যুর পর থেকেই লালসার শিকার নিজের কন্যাসন্তান। একবার নয়, ১৬ বছরের কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে। কিশোরীর বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মেডিক্যাল টেস্ট করানো হচ্ছে কিশোরীর।
ঘটনাটি উত্তর প্রদেশের। জানা গিয়েছে, ১০ বছর আগে কিশোরীর মা মারা যান। তারপর থেকে বাবার কাাছেই মানুষ। কিন্তু বাড়িতে নিত্যদিন অত্যাচারের শিকার হত কিশোরী। কথায় কথায় মারধর করতেন অভিযুক্ত। রাত হলেই শুরু হত যৌন নির্যাতন। একাধিকবার ধর্ষণ করেছে বাবা, এমনটাই অভিযোগ এনেছে কিশোরী।
নির্যাতিতার দাবি, যখনই অত্যাচারের প্রতিবাদ করত সে, তখন আরও মারধর, নির্যাতন করা হত। আত্মীয়-স্বজনদেরও বাবার ঘৃণ্য লালসা সম্পর্কে জানিয়েছিল। পঞ্চায়েতের তরফেও সতর্ক করা হয়, তারপরও বদলায়নি অভিযুক্ত।
সম্প্রতি ফের নির্যাতনের শিকার হতেই কিশোরী পুলিশে অভিযোগ জানানোর কথা মনস্থির করে। চলতি সপ্তাহে সাহস জুগিয়ে থানায় যায় কিশোরী এবং সমস্ত কিছু খুলে বলে। তাঁর বয়ানের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।