নয়া দিল্লি: রাজনীতির রঙ নদীতে। আম আদমি পার্টির সরকার যমুনা নদী সাফাইয়ের ব্যবস্থা করছে না, এই অভিযোগ এনেই চলতি সপ্তাহে যমুনা নদীর কাছে ক্ষমা চাইতে নদীর জলে ডুব দিয়েছিলেন বিজেপি সভাপতি। সেই বিষাক্ত জলে স্নান করতেই সোজা পৌঁছে গেলেন হাসপাতালে! শনিবারই দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবকে ভর্তি করানো হয় বেসরকারি হাসপাতালে।
দিল্লিতে যমুনা নদীর অবস্থা ভয়ঙ্কর। প্রতি বছরই দূষণের ভয়াবহ চিত্র সামনে আসে। দীপাবলি, ছট পুজোর পর নদীর অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে যায়। ইতিমধ্যেই যমুনাকে বিষাক্ত বলেও চিহ্নিত করা হয়েছে। এবার নদীর বেহাল দশা নিয়েই শুরু রাজনীতির চাপান-উতোর। যমুনা নদীর সংস্কার করতে আম আদমি পার্টির সরকার ব্যর্থ, এমনটাউ অভিযোগ বিজেপির। চলতি সপ্তাহের বৃহস্পতিবার বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব যমুনা নদীর দূষিত জলে ডুব লাগান এবং নদীর কাছেই আপ সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চান।
যমুনা নদীতে স্নান করতেই গায়ে চুলকানি শুরু হয় বিজেপি নেতার। রাতারাতি ত্বকে র্যাশ বেরিয়ে যায়। এরপর শ্বাসকষ্টও শুরু হলে, শনিবার তড়িঘড়ি তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেপির মিডিয়া সেলের দাবি, বীরেন্দ্র সচদেবের আগে শ্বাসকষ্ট বা র্যাশের মতো কোনও সমস্যা ছিল না। দূষিত যমুনা নদীতে স্নান করাতেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
এদিকে খোঁচা দিতে ছাড়েনি আম আদমি পার্টিও। আপ নেতা তথা দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বিজেপি প্রধানের সুস্থতা কামনা করে বলেন, “বিজেপি নেতাদের বোঝা উচিত যে এইসব নাটক করে নদী পরিষ্কার হয়ে যাবে না।”