Murder Case: মদের টাকা দেয়নি স্ত্রী, প্রেসার কুকার দিয়ে মাথা থেঁতলে দিল স্বামী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 12, 2023 | 11:05 AM

Crime News: গত শুক্রবারও কাজ সেরে বাড়ি ফিরে স্ত্রীর কাছে মদ কেনার জন্য টাকা চান। কিন্তু তাঁর স্ত্রী মীনা দেবী টাকা দিতে অস্বীকার করেন। এই নিয়ে ওই দম্পতির মধ্যে বচসা শুরু হয়। রাগের বশে হঠাৎ ওই ব্যক্তি প্রেসার কুকার নিয়ে তাঁর স্ত্রীর মাথায় আঘাত করতে থাকেন। একের পর এক আঘাতে স্ত্রীর মাথা থেঁতলে যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।

Murder Case: মদের টাকা দেয়নি স্ত্রী, প্রেসার কুকার দিয়ে মাথা থেঁতলে দিল স্বামী
প্রতীকী চিত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

লখনউ: রোজই মদ খেয়ে বাড়ি ফেরেন আর অশান্তি করেন। সেই কারণে স্ত্রী টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। রাগের চোটে প্রেসার কুকার দিয়ে আঘাত করে থেঁতলে দিলেন স্ত্রীর মাথা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কৌসাম্বীতে। পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের পরই অভিযুক্ত পলাতক। তাঁকে ধরার চেষ্টা চলছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার ঘটনাটি ঘটেছে। উত্তর প্রদেশের কৌসাম্বী জেলার কুন্দ্রাভি গ্রামের বাসিন্দা পাটালি। প্রায় নিত্যদিনই ওই ব্যক্তি মদ্য়পান করতেন। এই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তিও লেগে থাকত। গত শুক্রবারও কাজ সেরে বাড়ি ফিরে স্ত্রীর কাছে মদ কেনার জন্য টাকা চান। কিন্তু তাঁর স্ত্রী মীনা দেবী টাকা দিতে অস্বীকার করেন।

এই নিয়ে ওই দম্পতির মধ্যে বচসা শুরু হয়। রাগের বশে হঠাৎ ওই ব্যক্তি প্রেসার কুকার নিয়ে তাঁর স্ত্রীর মাথায় আঘাত করতে থাকেন। একের পর এক আঘাতে স্ত্রীর মাথা থেঁতলে যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত।

পরেরদিন, শনিবার নিহত মহিলার ভাই এসে দেখেন, ঘরের ভিতরে দিদির নিথর দেহ পড়ে রয়েছে। এরপরই তিনি পুলিশে অভিযেগ জানান। অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

Next Article